Sylhet Today 24 PRINT

জাতীয় সংলাপ চান খালেদা জিয়া

সিলেটটুডে ডেস্ক |  ০৬ নভেম্বর, ২০১৫

'বর্তমানে ক্রান্তিকাল' চলছে দাবি করে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দেশ ও জাতির স্বার্থে সংকট উত্তরণে 'কর্তৃত্ববাদী মনোভাব' থেকে সরে এসে সরকার একটি জাতীয় সংলাপের সূচনার পরিবেশকে উন্মুক্ত করবে বলে আশা করছেন।

তিনি বলেন, 'চার দিকে আতঙ্ক, উৎকণ্ঠা ও উদ্বেগ গোটা জাতিকে গ্রাস করেছে, যেন সামনে ঘোর অন্ধকার। সরকার নিজেই এই সংকট সৃষ্টি করেছে, যা ক্রমেই গভীর থেকে গভীরতর হয়ে পড়ছে। এ পরিস্থিতি দেশ, জনগণ ও গণতন্ত্রনের জন্য অশনিসংকেত।'

যুক্তরাজ্যে অবস্থানরত বিএনপি চেয়ারপারসন বৃহস্পতিবার এক বিবৃতিতে এ কথা বলেন।

খালেদা জিয়া বলেন, 'বিদ্যমান পরিস্থিতি থেকে উত্তরণের জন্য তারা জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন, সর্বদলীয় বৈঠকের কথাও বলেছেন। কিন্তু সরকার তাদের সে দাবির প্রতি এখন পর্যন্ত কর্ণপাত করেনি।'

বিবৃতিতে খালেদা জিয়া বলেন, 'সবাই এখন উপলব্ধি করতে পারছেন যে, দেশ আজ গভীর সংকটে নিপতিত। এখানে সাধারণ মানুষের নিরাপত্তা নেই। মাত্র ১৩ দিনের ব্যবধানে আইন-শৃঙ্খলা বাহিনীর দু’জন সদস্য দুর্বৃত্তদের হাতে নিহত হয়েছেন। দু’জন বিদেশির দুঃখজনক ও মর্মান্তিক হত্যাকাণ্ডের পর একজন প্রকাশকও খুনের শিকার হয়েছেন। ঘরে-বাইরে এখন কেউই নিরাপদ বোধ করছেন না।'

খালেদা জিয়া বলেন, 'সরকার নিজেই এই সংকট সৃষ্টি করেছে। বাংলাদেশে অবাধ-নিরপেক্ষ ও সকল দলের অংশগ্রহণে সুষ্ঠু নির্বাচনের জন্য তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের পর থেকেই দেশে রাজনৈতিক সংকটের সূচনা।'

সংকট উত্তরণে সময় থাকতেই উপায় বের করার পরামর্শ দিয়ে খালেদা জিয়া নিরপেক্ষ সরকারের অধীনে অনতিবিলম্বে একটি নির্বাচন জরুরি বলে মন্তব্য করেন। ভবিষ্যতে বিএনপি ক্ষমতায় গেলে কোনো হিংসাশ্রয়ী-অসহিষ্ণু রাজনীতিকে প্রশ্রয় দেবে না বলেও প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন তিনি।

বিবৃতিতে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, এম কে আনোয়ার, গয়েশ্বর চন্দ্র রায়সহ দল ও অঙ্গ সংগঠনের গ্রেফতারকৃত নেতাকর্মীদের মুক্তি দাবি করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.