Sylhet Today 24 PRINT

এক মঞ্চে এসে কর্মসূচি দিলেন জাফরুল্লাহ-নূর-সাকিরা

সিলেটটুডে ডেস্ক  |  ১৬ ফেব্রুয়ারী, ২০২১

ডা. জাফরুল্লাহ চৌধুরী নেতৃত্বাধীন ভাসানী অনুসারী পরিষদ, জোনায়েদ সাকি নেতৃত্বাধীন গণসংহতি আন্দোলন, নুরুল হক নূর নেতৃত্বাধীন ছাত্র, যুব ও শ্রমিক অধিকার পরিষদ এবং হাসনাত কাইয়ুম নেতৃত্বাধীন রাষ্ট্রচিন্তা-এ চারটি সংগঠন তাদের প্রথম কর্মসূচি স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালনের ঘোষণা দিয়েছে।

মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ ঘোষণা দেন সংগঠন চারটির নেতারা। ‘গণমানুষের রাজনীতি এগিয়ে নিয়ে জনগণের নিজস্ব রাজনীতি প্রতিষ্ঠা’র লক্ষে একত্রে পথ চলার আনুষ্ঠানিক ঘোষণাও দেন তারা।

সংবাদ সম্মেলনে জোটের নেতারা জানান, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে চারটি সংগঠনের যৌথ কর্মসূচি রয়েছে। তারমধ্যে ১ মার্চ মুক্তিযোদ্ধা সম্মাননা, ১২ মার্চ কেন্দ্রীয় শহীদ মিনারে সুবর্ণজয়ন্তী সমাবেশ, ২৬ মার্চ স্ব-স্ব সংগঠনের উদ্যোগে স্বাধীনতা দিবস পালন, ১০ এপ্রিল স্বাধীনতার ঘোষণাপত্র দিবস পালন। এছাড়াও দেশব্যাপী বছর জুড়ে বিভিন্ন কর্মসূচি নেওয়া হবে বলে জানানো হয় সংবাদ সম্মেলনে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.