Sylhet Today 24 PRINT

স্থানীয় নির্বাচনে দলীয় প্রভাব থাকা বাস্তব সত্য, বিএনপিও আসবে: অর্থমন্ত্রী

সুনামগঞ্জ প্রতিনিধি |  ০৮ নভেম্বর, ২০১৫

অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেছেন স্থানীয় নির্বাচনে দলীয় প্রভাব কিছুটা হলেও থাকেই। এই প্রভাব বাস্তব এবং এটিকে স্বীকারও করে নেয়া উচিত বলে মনে করেন তিনি।

রোববার জগন্নাথপুর জগন্নাথপুর ডিগ্রি কলেজ মাঠে রাধারমণ স্মরণ উৎসবের উদ্বোধন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে অর্থমন্ত্রী প্রশ্ন রেখে বলেন- "বাংলাদেশে কতটা নির্বাচন দলীয় প্রভাব মুক্ত হয়েছে? কিছুটা প্রভাব থাকবেই। এটি বাস্তব সত্য তা স্বীকার কওে নেয়া উচিত।"  

স্থানীয় নির্বাচনে বিএনপি আসা না আসা বিষয়ে বলেন,  বিএনপি স্থানীয় নির্বাচনে আসবেই, তারা মারাত্মক ভুল করেছে তার প্রায়শ্চিত্ত করতে হবে। আমরা তাদেরও অনুগ্রহ করেও  রাজনৈতিক দল বলে থাকি। তারা আসলে তা নয়। বিদেশি হত্যায় বিএনপি ও তার গুন্ডাবাহিনি জড়িত বলে দাবি করেন তিনি।

রবিবার বিকেল চারটায় রাধারমণ দত্তের জন্ম ভিটা জগন্নাথপুরে রাধারমণ স্মরণ উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.