Sylhet Today 24 PRINT

সহিংস কর্মসূচি প্রত্যাহারে গণজাগরণের আল্টিমেটাম

বিএনপি জোটকে সহিংস রাজনৈতিক কর্মসূচি প্রত্যাহারে তিন দিন সময় দিয়েছে গণজাগরণ মঞ্চ।

নিউজ ডেস্ক |  ০১ ফেব্রুয়ারী, ২০১৫

সংগঠনটি বলেছে, বেঁধে দেওয়া সময়ে দাবি পূরণ না হলে ৫ ফেব্রুয়ারি থেকে শাহবাগে গণঅবস্থানে যাবে তারা।

রোববার বিকেলে শাহবাগে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার।

তিনি বলেন, দেশব্যাপী সহিংস রাজনৈতিক কর্মসূচি হরতাল-অবরোধ আগামী ৭২ ঘণ্টার মধ্যে প্রত্যাহার না করা হলে ৫ ফেব্রুয়ারি থেকে শাহবাগে টানা অবস্থানে যাবে গণজাগরণ মঞ্চ।

যুদ্ধাপরাধী কাদের মোল্লার ফাঁসির দাবিতে ২০১৩ সালের ৫ ফেব্রুয়ারি গড়ে ওঠা গণজমায়েত থেকে শুরু গণজাগরণ মঞ্চের।

ইমরান জানান, সারা দেশের সকল প্রতিষ্ঠানে ১ ফেব্রুয়ারি থেকে গণস্বাক্ষর কর্মসূচি পালিত হচ্ছে। সারা দেশের গণস্বাক্ষর একত্রিত করে ২৬ মার্চ রাষ্টপতি ও জাতীয় সংসদের স্পিকারের কাছে পেশ করা হবে।

একই দবিতে ৬ ফেব্রুয়ারি শাহবাগ থেকে ‘মুক্তি অভিযাত্রা’ নিয়ে বাহাদুর শাহ পার্ক পর্যন্ত যাবে গণজাগরণ মঞ্চ।

এদিকে ৫ ফেব্রুয়ারি ‘গণজাগরণ দিবস’ উপলক্ষে বিকাল ৪টায় শাহবাগে ‘জাগরণযাত্রা’ অনুষ্ঠিত হবে।

একই সময়ে বর্ষপূর্তির কর্মসূচি হিসেবে দেশব্যাপী ‘জাগরণযাত্রা’ কর্মসূচি পালন করা হবে বলে জানান ইমরান।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ মানবাধিকার কমিশনের সদস্য প্রফেসর মাহফুজা খানম, সাংবাদিক আবু সাঈদ খান, ডাকসুর সাবেক সাধারণ সম্পাদক মুশতাক হোসেন, মানবাধিকার আন্দোলনের সংগঠক ও নারী নেত্রী অ্যারমা দত্ত, বীর মুক্তিযোদ্ধা ভাস্কর ফেরদৌসী প্রিয় ভাষিণী প্রমুখ।


টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.