Sylhet Today 24 PRINT

আবদুল মতিন খসরুর আসন শূন্য ঘোষণা

সিলেটটুডে ডেস্ক |  ২২ এপ্রিল, ২০২১

সাবেক আইনমন্ত্রী আবদুল মতিন খসরুর মৃত্যুতে তার সংসদীয় আসন কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) শূন্য ঘোষণা করা হয়েছে। সংসদ সচিবালয়ের সচিব জাফর আহমেদ খান স্বাক্ষরিত এক গেজেটে বুধবার আসনটি শূন্য ঘোষণা করা হয়।

আসন শূন্য হওয়ার পর এখন ৯০ দিনের মধ্যে ওই আসনে উপ-নির্বাচনের ব্যবস্থা করবে নির্বাচন কমিশন (ইসি)।

আবদুল মতিন খসরু গত ১৪ এপ্রিল ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

সাবেক আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য আব্দুল মতিন খসরু কুমিল্লা-৫ আসন থেকে ৫ বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। গত ১০ ও ১১ মার্চ অনুষ্ঠিত সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে তিনি সভাপতি নির্বাচিত হন। গত ১২ এপ্রিল অসুস্থ অবস্থায় তিনি সমিতির সভাপতির দায়িত্ব নিয়েছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.