Sylhet Today 24 PRINT

খালেদাকে বিদেশ নিতে অনুমতি না মেলায় বিএনপি ‘হতাশ-ক্ষুব্ধ’

সিলেটটুডে ডেস্ক: |  ০৯ মে, ২০২১

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দলের চেয়ারপারসন খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসা নেওয়ার অনুমতি না দেওয়ায় আমরা হতাশ ও ক্ষুব্ধ।

খালেদা জিয়াকে রাজনীতি থেকে দূরে রাখতেই এই সিদ্ধান্ত।

রবিবার রাত সাড়ে ৮টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে খালেদার জিয়ার চিকিৎসা ও শারীরিক অবস্থা নিয়ে সাংবাদিকদের ব্রিফকালে তিনি এ সব কথা বলেন।

খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসা নেওয়ার অনুমতি না দেওয়ায় এখন আপনাদের পদক্ষেপ কি- এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসা নেওয়ার আবেদন বিএনপি করেনি, আবেদন করেছে তার পরিবার। এখন পরবর্তী পদক্ষেপ কি হবে সেটা তার পরিবার সিদ্ধান্ত নেবে।

খালেদার জিয়ার শারীরিক অবস্থা নিয়ে বিএনপির এই নেতা বলেন, এখন কোভিড পরবর্তী চিকিৎসা চলছে। প্রতিদিন তার শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে। অক্সিজেন ছাড়াই শ্বাস-প্রশ্বাস নিচ্ছেন খালেদা জিয়া।

এর আগে, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিদেশে গিয়ে চিকিৎসা নেওয়ার সুযোগ নেই বলে মতামত দিয়েছে আইন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.