Sylhet Today 24 PRINT

সন্ত্রাস মোকাবিলায় বাংলাদেশ প্রস্তুত : স্বরাষ্ট্রমন্ত্রী

সিলেটটুডে ডেস্ক |  ১৫ নভেম্বর, ২০১৫

যেকোনো ধরনের সন্ত্রাস মোকাবিলায় বাংলাদেশ প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

দেশের গোয়েন্দা সংস্থার সদস্যরাও সজাগ রয়েছে বলে জানান তিনি।

রবিবার (১৫ নভেম্বর) সকালে রাজধানীর মিরপুর-১০এ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স টেনিং কমপ্লেক্সে তিন দিনব্যাপী ফোর্থ সেমিনার অব দ্য ফোরাম ফর অ্যাডভ্যান্স ফায়ার এডুকেশন/রিসার্স ইন এশিয়া শীর্ষক সেমিনারের উদ্বোধন শেষে উপস্থিত সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

ফ্রান্সের প্যারিসে সন্ত্রাসী হামলায় প্রায় দেড় শ লোক নিহত হয়েছেন। এ ধরনের সন্ত্রাসী হামলায় বাংলাদেশ কতটা প্রস্তুত সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ মন্তব্য করেন।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদু্জ্জামান খান কামাল বলেন, বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর সব সময় এ ধরনের সন্ত্রাসী হামলা মোকাবিলায় প্রস্তুত রয়েছে। এ ধরনের ঘটনা ঘটানোর জন্য সন্ত্রাসীরা আগেও চেষ্টা করেছিল। তারা অগ্নিসন্ত্রাস চালিয়েছিল।

তিনি জানান, ২০১৩ সালের শেষে এবং ২০১৪ শুরুর দিকে সন্ত্রাসীরা অগ্নিসন্ত্রাসসহ বিভিন্ন তাণ্ডব চালিয়েছিল। আমাদের নিরাপত্তা বাহিনী সক্ষমতার সঙ্গে সেগুলো মোকাবিলা করেছে।

মন্ত্রী বলেন, এখনো আমরা সজাগ রয়েছি। আমাদের গোয়েন্দারাও কাজ করছেন। প্যারিসের হামলায় দুঃখ প্রকাশ করে

আসাদুজ্জামান খান কামাল বলেন, আমি মনে করি, তারা মানবতার শত্রু। এরা মানুষ বলে স্বীকৃত নয়। বাংলাদেশ এ ঘটনায় ঘৃণা জানায়। পৃথিবীর লোকদের উচিত তাদের ঘৃণা ও প্রতিরোধ করা।

তিনি বলেন, বাংলাদেশে এ ধরনের দাঙ্গাবাজ ও জঙ্গিদের আশ্রয়-প্রশ্রয় দেয় না।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.