Sylhet Today 24 PRINT

মওলানা ভাসানীর মৃত্যুবার্ষিকী ১৭ নভেম্বর

সিলেটটুডে ডেস্ক |  ১৭ নভেম্বর, ২০১৫

মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৩৯তম মৃত্যুবার্ষিকী আজ।

আজীবন মানুষের অধিকার আদায়ে কাজ করে গেছেন তিনি। সাম্রাজ্যবাদের বিরুদ্ধেও ছিলেন আপসহীন।

দিবসটিতে টাঙ্গাইলের সন্তোষে ভাসানীর কবরে শ্রদ্ধা নিবেদনসহ নানা কর্মসূচি নিয়েছে বিভিন্ন সংগঠন।

মওলনা ভাসানীর মৃত্যুবার্ষিকীতে বাণী দিয়েছে রাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

১৮৮০ সালে ১২ ডিসেম্বর সিরাজগঞ্জের ধানগড়া গ্রামে জন্ম মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর।

জীবনের প্রায় পুরো সময় কাটিয়েছেন টাঙ্গাইলের সন্তোষে। এখান থেকেই নেতৃত্ব দিয়েছেন পূঁজিবাদ ও সাম্রাজ্যবাদবিরোধী আন্দোলনের।

তৎকালীন আওয়ামী মুসলিমলীগের প্রতিষ্ঠাতা সভাপতি ভাসানী পাকিস্তানি শাসকগোষ্ঠির অত্যাচার নীপিড়নের বিরুদ্ধে সবসময় ছিলেন উচ্চকন্ঠ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.