Sylhet Today 24 PRINT

গয়েশ্বর মুক্ত

সিলেটটুডে ডেস্ক |  ১৭ নভেম্বর, ২০১৫

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় জামিনে মুক্তি পেয়েছেন।

মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে তাকে মুক্তি দেওয়া হয়।

কারাগারের জেলার বিকাশ রায়হান সংবাদমাধ্যমকে জানান, সোমবার (১৬ নভেম্বর) গয়েশ্বর চন্দ্র রায়ের জামিন সংক্রান্ত কাগজপত্র কারাগারে এসে পৌঁছায়। তা যাচাই-বাছাই শেষে আজ (মঙ্গলবার) দুপুরে তাকে মুক্তি দেওয়া হয়। ৪ নভেম্বর তাকে এ কারাগারে আনা হয়েছিল।

জানা গেছে, ২০১৩ সালের ৩০ ডিসেম্বর গয়েশ্বর চন্দ্র রায়ের বিরুদ্ধে রামপুরা থানায় মামলা করে পুলিশ। এ মামলায় ২০১৪ সালের ৭ মে হাইকোর্ট থেকে জামিন পান তিনি। এরপর পুলিশ চলতি বছরের ২০ মার্চ তার বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে।

৪ নভেম্বর নিম্ন আদালতে জামিন আবেদন করা হলে আদালত তা নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

নিম্ন আদালতের এ আদেশের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেন গয়েশ্বর। শুনানি শেষে বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি মো. খসরুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রোববার (১৫ নভেম্বর) তাকে জামিনের আদেশ দেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.