Sylhet Today 24 PRINT

সরকারের ভুলে খালেদা লাইমলাইটে: এরশাদ

নিউজ ডেস্ক |  ০২ ফেব্রুয়ারী, ২০১৫

'সরকারের ভুলে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া লাইমলাইটে' এসেছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।
 
গত ৫ জানুয়ারি বিএনপিকে সমাবেশ করতে না দেওয়া, দলীয় চেয়ারপারসনকে 'অবরুদ্ধ' করে রাখার সমালোচনা করে এ মন্তব্য করেন সাবেক এই রাষ্ট্রপতি।
 
সোমবার বনানী কার্যালয়ে দলের এক সভায় সহিংসতার জন্য বিএনপি-জামায়াতকে দায়ীও করেন এরশাদ।
 
বিএনপিকে সমাবেশ করতে না দেওয়ার সমালোচনা করে এরশাদ বলেন, 'উনি (খালেদা জিয়া) ৫ জানুয়ারি সমাবেশ করতে চাইলেন। তাকে কেন সমাবেশ করতে দেয়া হলো না জানি না! দেননি ভালো কথা, কিন্তু তার বাড়ির সামনে বালুর ট্রাক রেখে তাকে তালাবদ্ধ করে আবার লাইমলাইটে নিয়ে আসলেন কেন?'
 
বিএনপি ও খালেদা জিয়ার 'রাজনীতি শেষ হয়ে গিয়েছিল' বলেও মন্তব্য করেন সাবেক এই সেনাশাসক এরশাদ। সরকারই 'মৃতপ্রায় বিএনপিকে জাগিয়ে তুলেছে' এমন দাবিও করেন তিনি।
 
এরশাদ বলেন, 'তার (খালেদা জিয়া) রাজনীতি তো শেষ হয়ে গিয়েছিল। উনি আজ আন্দোলন করছেন নিজের জন্য। আবার তার দলকে জাগিয়ে তোলা হয়েছে।'
 
জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, 'অদৃশ্য শক্তি মাথাচাড়া দিয়ে উঠেছে। এই শক্তির সাথে যুদ্ধ করা যায় না। কী করে দেশে শান্তি ফিরে আসবে জানি না। দেশের ভবিষ্যৎ অনিশ্চিত।'
 
জনগণের নিরাপত্তা দিতে 'ব্যর্থ' হওয়ায় সরকারের সমালোচনা করে প্রধানমন্ত্রীর বিশেষ দূত এরশাদ বলেন, 'সরকারের ব্যর্থতায় দেশ প্রায় অচল। দেশ পড়েছে ভয়াবহ বিপর্যয়ে। আমাদের ছেলেমেয়েরা পরীক্ষা দিতে পারছে না। জানমালের নিরাপত্তা দিতে পারছে না। সরকার সবদিক দিয়ে ব্যর্থ।'
 
এই অবস্থা থেকে উত্তরণে দেশবাসীকে জাতীয় পার্টিতে যোগ দেওয়ার আহ্বান জানান তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.