Sylhet Today 24 PRINT

জঙ্গিবাদ রুখতে বামপন্থীদের এগিয়ে আসার আহ্বান তথ্যমন্ত্রীর

সিলেটটুডে ডেস্ক |  ২৯ নভেম্বর, ২০১৫

দেশের জঙ্গিবাদের ঘাঁটিতে শেষ আঘাত হানতে মহাজোটের নেতৃত্বে জাতীয় ঐক্যে বামপন্থীদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তথ্য মন্ত্রী হাসানুল হক ইনু। আজ রোববার (২৯ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবের কনফারেঞ্জ লাউঞ্জে বাংলাদেশ সাম্যবাদী দল (এম এল) আয়োজিত কমরেড মোহাম্মদ তোয়াহ’র ২৮তম স্মরণ সভায় তিনি এ আহ্বান জানান।

তথ্য মন্ত্রী বলেন, শেখ হাসিনার নেতৃত্বে যে জাতীয় ঐক্য গড়ে ওঠেছে, সে ঐক্যের বাইরে থেকে বামপন্থীরা একলা চল নীতিতে শুধু আন্দোলনে সমস্যা করছে না, আমাদের শত্রু জঙ্গিদের সহযোগিতা করা হচ্ছে।

তিনি বলেন, এই মুহুর্তে বাংলাদেশের রাজনীতি থেকে গণতন্ত্রের মুখোশধারী বিএনপি নেত্রী খালেদা জিয়াকে রাজনীতির ময়দান থেকে চিরতরে নির্মূল করা হল প্রধান কাজ।

ঐক্যবদ্ধভাবে জামায়াত- বিএনপিকে ক্ষমতাচ্যুত করতে মহাজোট সক্ষম হয়েছে উল্লেখ করে ইনু বলেন, এই চক্র ক্ষমতাচ্যুত হলেও রাজনীতির ময়দান ছেড়ে যায়নি। তাই দেশ বিপদে রয়েছে বলেন তিনি।

তথ্য মন্ত্রী বলেন, দেশে সামরিক শাসন ও রাজাকার সমর্থিত সরকার ক্ষমতায় আসবে না। 
সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক কমরেড দিলীপ বড়ুয়ার সভাপতিত্বে স্মরণ সভায় বক্তব্য রাখেন- কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ, ঢাকা বিশ্ব বিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক মেসবাহ কামাল প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.