Sylhet Today 24 PRINT

কানাইঘাট উপজেলা ও পৌর জাতীয় পার্টির আহ্বায়ক কমিটি অনুমোদন

নিজস্ব প্রতিবেদক |  ২৯ অক্টোবর, ২০২১

জাতীয় পার্টি সিলেট জেলা শাখার অন্তর্গত কানাইঘাট উপজেলা ও পৌর জাতীয় পার্টির আহ্বায়ক কমিটির অনুমোদন দেয়া হয়েছে। সিলেট জেলা জাতীয় পার্টির আহ্বায়ক কুনু মিয়া শুক্রবার এ দুই কমিটির অনুমোদন দেন। জেলা জাপার সদস্য সচিব উছমান আলী চেয়ারম্যানের সুপারিশক্রমে তিনি কমিটির অনুমোদন প্রদান করেন।

কানাইঘাট উপজেলা কমিটিতে আলাউদ্দিন মামুনকে আহ্বায়ক ও কামরুজ্জামান কাজলকে সদস্য সচিব মনোনীত করা হয়।

৭৩ সদস্য বিশিষ্ট কমিটির যুগ্ন আহ্বায়করা হলেন, এড. আব্দুর রহিম, আব্বাস আহমদ, হাজী আব্দুল মালিক, বাবুল আহমদ, বদরুল ইসলাম ও রফিকুল ইসলাম। সদস্যরা হলেন, নজমুল হোসেন চৌধুরী, শামীম উদ্দিন, শামীম আহমদ, মোহাম্মদ আলী, নজির আহমদ, গিয়াস উদ্দিন, এনাম উদ্দিন ভূইয়া, ওলিউর রহমান মেম্বার, মো. কিবরিয়া, আব্দুর রব, নজমুল ইসলাম, মানিক উদ্দিন, দিলু মিয়া, আফজল হোসেন, নুরুল আমিন, ইমাম উদ্দিন, জাহাঙ্গীর আলম মেম্বার, খলিল আহমদ, সিরাজ আহমদ মেম্বার, মামুন রশীদ, বাবুল আহমদ, আব্দুল কাদির, শেবুল আহমদ, শাহাব উদ্দিন, আফতাব উদ্দিন আতাই, জাহাঙ্গীর শামীম কামরুল, আব্দুল মুমিন, আব্দুল আহাদ, আব্দুল মতিন, হাজী নুর হোসেন, বিলাল আহমদ, মো. রশিদ, সালেহ আহমদ, শাহেদুল হক, আরিফ উদ্দিন, বশির উদ্দিন চৌধুরী, জাকারিয়া আহমদ, বশির আহমদ, আলবাব হোসেন, নজির উদ্দিন, আব্দুল মছব্বির, করিম উদ্দিন, সুহেল আহমদ, জাকারিয়া আহমদ, তাজুল ইসলাম, হান্নান আহমদ, ইদ্রিছ মিয়া, ফারুক আহমদ, আমির আলী, আব্দুল আহাদ, আব্দুর রহিম, কুদরত উল্লাহ, জহির আহমদ, জমির উদ্দিন, জামাল আহমদ, মো. কালাম, হোছন আহমদ, আবুল আহমদ, আব্দুল মুতলিব, ফয়েজ উদ্দিন, রইছ উদ্দিন, ফখরুল ইসলাম, খলিল আহমদ, মো. কাওছার ও ফয়েজ উদ্দিন।

এদিকে কানাইঘাট পৌর কমিটিতে নাজিম উদ্দিন ঠিকাদারকে আহ্বায়ক ও মানিক উদ্দিনকে সদস্য সচিব মনোনীত করা হয়েছে। ২১ সদস্য বিশিষ্ট কমিটির যুগ্ন আহ্বায়করা হলেন, হাজী জালাল উদ্দিন, আব্দুর রব, আলমাছ উদ্দিন, ইসলাম উদ্দিন, কামরুজ্জামান বাহার ও নিজাম উদ্দিন। সদস্যরা হলেন, মো. আনোয়ার, আব্দুল কাদির, মামুন রশীদ, মো. মাসুক, হাসন আহমদ, মো. সাইদুল, মো. রশিদ, আরিছ উদ্দিন, সিরাজ উদ্দিন, মো. আসাদ, হাজী আব্দুল হক, হারুন রশিদ ও মো. কিবরিয়া।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.