Sylhet Today 24 PRINT

গণজাগরণ মঞ্চের ২য় বর্ষপূর্তিতে নাশকতাবিরোধী সমাবেশ বৃহস্পতিবার

নিজস্ব প্রতিবেদক |  ০৪ ফেব্রুয়ারী, ২০১৫

যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে গড়ে উঠা ঐতিহাসিক গণআন্দোলন গণজাগরণ মঞ্চের ২য় বর্ষপূর্তি বৃহস্পতিবার। ২০১৩ সালের ৫ ফেব্রুয়ারি তরুণ প্রজন্মের নেতৃত্বে দেশজুড়ে এই অভূতপূর্ব গণআন্দোলনের শুরু হয়েছিল। এরপর থেকে ৫ ফেব্রুয়ারিকে ‘গণজাগরণ দিবস’ হিসেবে পালন করছে গণজাগরণ মঞ্চ।

এবছর গণজাগরণ দিবসে রাজনীতির নামে চলমান সন্ত্রাস ও নাশকতা রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছে গণজাগরণ মঞ্চ। এই আহ্বানে ২য় বর্ষপূর্তিতে বৃহস্পতিবার জাগরণ যাত্রা, সমাবেশ ও প্রতিবাদী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

বেলা ৩ টায় নগরীর চৌহাট্টাস্থ প্রজন্ম চত্বরে জাগরণ যাত্রার মাধ্যমে শুরু হবে দিনের কর্মসূচী। এরপর ‘সম্মিলিত প্রতিবাদ রুখতে পারে সন্ত্রাস’ এই শ্লোগানে নাশকতাবিরোধী সমাবেশ শুরু হবে।

গণজাগরণ দিবসের কর্মসূচীতে উপস্থিত হয়ে রাজনীতির নামে মানুষ হত্যা ও পরীক্ষার্থীদের জিম্মি করা বন্ধের দাবিকে আরো বেগবান করতে সকল শ্রেণী পেশার মানুষের প্রতি আহ্বান জানিয়েছেন গণজাগরণ মঞ্চ, সিলেটের মুখপাত্র দেবাশীষ দেবু।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.