Sylhet Today 24 PRINT

‘ফেরেশতারা জয়ের নিশ্চয়তা দিলে বিএনপি সেই কমিশন মানবে’

সিলেটটুডে ডেস্ক: |  ১৭ ফেব্রুয়ারী, ২০২২

সার্চ কমিটির মাধ্যমে গ্রহণযোগ্য নির্বাচন কমিশন গঠন হবে- এমন প্রত্যাশা ব্যক্ত করে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, 'সার্চ কমিটিতে নির্বাচন কমিশনের জন্য তিন শতাধিক নাম জমা পড়েছে। যারা সার্চ কমিটিতে আছেন তারা এমন একটি নির্বাচন কমিশন গঠন করবেন, যে কমিশন সবার কাছে গ্রহণযোগ্য হবে।

তবে বিএনপি কখনোই খুশি হবে না। জয়ের নিশ্চিয়তা না দিলে ফেরেশতা বসিয়ে কমিশন গঠন করলেও বিএনপি খুশি হবে না। স্বয়ং আল্লাহ পাক যদি ফেরেশতা পাঠিয়ে কমিশন গঠন করে দেন, তখনও বিএনপি সেই ফেরেশতাদের বলবে- আমরা জয়লাভ করবো, সেই নিশ্চয়তা দিতে পারবেন? যদি ফেরেশতারা তাদের জয়ের নিশ্চয়তা দিতে পারে কেবল তখনই বিএনপি সেই কমিশন মানবে।'

আজ বৃহস্পতিবার দুপুরে নওগাঁর জিলা স্কুল মাঠে নওগাঁ পৌর-আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হাছান মাহমুদ বলেন, 'বিএনপি গোপনে অন্যদের মাধ্যমে সার্চ কমিটির কাছে নাম জমা দিয়েছে এবং তাদের বুদ্ধিজীবীরা সেখানে গেছে। দেশের মানুষ বলছেন, তারা যে নামগুলো দিয়েছেন আসলে সেগুলো বিএনপিরই দেওয়া নাম।'

বিএনপি নেতাদের সমালোচনা করে তিনি বলেন, 'নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন করার প্রক্রিয়াকে বিতর্কিত করার চেষ্টায় সংবাদ সম্মেলন ডেকে একের পর এক মিথ্যা বানোয়াট তথ্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করে যাচ্ছেন তারা।'

পরীক্ষিত ও ত্যাগী নেতাদের আওয়ামী লীগের নেতৃত্বে বসানোর ওপর গুরুত্বারোপ করে সম্মেলনে উপস্থিত দলীয় নেতাকর্মীদের উদ্দেশে হাছান মাহমুদ বলেন, 'সব সময় একটি রাজনৈতিক দল ক্ষমতায় থাকবে সেটি মনে করার কোনো সুযোগ নেই। জনগণ যদি আমাদের পক্ষে রায় দেন, আবারও আওয়ামী লীগ ক্ষমতায় আসবে। যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে হবে। যারা ক্ষমতার হালুয়া-রুটি নেওয়ার জন্য দল করে তাদের নেতৃত্বে আনা যাবে না। যারা পিঠ বাঁচানোর রাজনীতি করে তাদেরকে নেতৃত্বে আনা যাবে না। মূল নেতৃত্ব তাদের হাতেই থাকবে, যারা ত্যাগী এবং পরীক্ষিত সৈনিক। যারা জায়গা দখল করে, যারা মাদকের সাথে যুক্ত, দল ক্ষমতায় গেলে যারা উদ্ধত আচরণ করে তাদের নেতৃত্বে আনা সমুচীন নয়।'

বৃহস্পতিবার সকাল ১১টার দিকে নওগাঁ জিলা স্কুল মাঠে সম্মেলনের উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল মালেক। সম্মেলনে প্রধান বক্তা ছিলেন খাদ্যমন্ত্রী ও নওগাঁ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাধন চন্দ্র মজুমদার। বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, স্বাস্থ্য ও জনসংখ্যাবিষয়ক সম্পাদক রোকেয়া সুলতানা, সদস্য নূরুল ইসলাম, সাংসদ ইমাজ উদ্দিন প্রামানিক, শহীদুজ্জামান সরকার, ছলিম উদ্দিন তরফদার, নিজাম উদ্দিন জলিল, আনোয়ার হোসেন প্রমুখ।

দুপুর ২টার দিকে সম্মেলনের প্রথম অধিবেশন শেষ হয়। দ্বিতীয় অধিবেশন বসে নওগাঁ সার্কিট হাউস মিলনায়তনে। যেখানে সমঝোতা অথবা কাউন্সিলরদের সরাসারি ভোটে নেতৃত্বে নির্বাচন করা হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.