Sylhet Today 24 PRINT

নতুন নির্বাচন কমিশনকে বিএনপির প্রত্যাখ্যান

সিলেটটুডে ডেস্ক: |  ২৭ ফেব্রুয়ারী, ২০২২

নতুন ইসি গঠন নিয়ে বিএনপি নেতারা বলেছেন, নির্বাচন কমিশন (ইসি) গঠন নিয়ে বিএনপির কোনো আগ্রহ নেই। তাদের কাছে এটি কোনো গুরুত্বপূর্ণ বিষয় নয়। নতুন নির্বাচন কমিশনের সদস্যরা সরকারের পছন্দের লোক। তারা সবাই সরকারের অনুগত, সুবিধাভোগী ও তোষামোদকারী। তাদের অধীনে নির্বাচনে যাবেন না তারা।

শনিবার তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘বিনা ভোটে ক্ষমতায় থাকার জন্য, ক্ষমতাকে পোক্ত করার জন্য নিজেদের লোক দিয়ে নির্বাচন কমিশন গঠন করেছে সরকার। ইসি গঠনে সরকার যে নাটক করেছে তার শেষ ধাপ ছিল আজ। সরকার নিজেদের পছন্দের ব্যক্তিদের দিয়ে সার্চ কমিটি গঠন করেছে। সরকারের তালিকা অনুযায়ী লোকদের নাম রাষ্ট্রপতির কাছে জমা দিয়েছে তারা। রাষ্ট্রপতিও সরকারের দেওয়া পাঁচজনের তালিকাই অনুমোদন করেছেন। এটা পুরোটাই নাটক।’

বিএনপি মহাসচিব বলেন, ‘আওয়ামী লীগ সরকারের অধীনে কোনো কমিশন কাজ করতে পারবে না। এটা বিগত জাতীয় ও স্থানীয় সরকারের সব নির্বাচনে প্রমাণ হয়েছে। বিএনপির বক্তব্য স্পষ্ট, সরকারকে পদত্যাগ করতে হবে। নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার গঠন করতে হবে। ওই সরকার নতুন নির্বাচন কমিশন গঠন করবে। এভাবে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি হলে তাতে বিএনপিসহ সব দল অংশগ্রহণ করবে।’

তিনি বলেন, ‘নতুন নির্বাচন কমিশনের সদস্যরা এ সরকারের আমলে গুরুত্বপূর্ণ পদে কাজ করেছেন। তারা সরকারের সুবিধাভোগী। অনুগত বলেই তাদের নির্বাচন কমিশনের দায়িত্ব দেওয়া হয়েছে।’

নতুন ইসির বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘আমরা আগেই বলেছি প্রধানমন্ত্রী যেটা চান সেটাই হবে। সার্চ কমিটি গঠনের নামে তামাশা হয়েছে। তাই এই নির্বাচন কমিশনের বিষয়ে আমাদের কোনো মাথাব্যথা নেই। কোনোভাবেই দলীয় সরকারের অধীনে আমরা নির্বাচনে যাব না।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.