Sylhet Today 24 PRINT

বিএনপি কয়দিন পর খালেদা জিয়াকেও চিনবে না: নাছিম

সিলেটটুডে ডেস্ক: |  ০১ মার্চ, ২০২২

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশে গণতান্ত্রিক ধারাবাহিকতায় বিশ্বাস করেন না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম।

তিনি বলেন, ‘মির্জা ফখরুল ইসলাম মিথ্যা কথা বলে দেশবাসীকে বিভ্রান্ত করছেন। মিথ্যা তার অভ্যাসে পরিণত হয়েছে।’

মঙ্গলবার বিকেলে রাজধানীর শনির আখড়ায় শনি মন্দিরসংলগ্ন মাঠে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের কদমতলী থানাধীন দনিয়া ইউনিয়নের ৬০ নম্বর ওয়ার্ডের ইউনিটগুলোর ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বে নবগঠিত নির্বাচন কমিশন নিয়ে সন্তুষ্টি প্রকাশ করে বিএনপিকে মেনে নিতে বলেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা.জাফরুল্লাহ চৌধুরী। এর প্রতিক্রিয়ায় বিএনপি নেতারা বলেছেন, ডা.জাফরুল্লাহ চৌধুরীর সঙ্গে তাদের সম্পর্ক নেই।

এর সমালোচনা করে বাহাউদ্দিন নাছিম বলেন, ‘বিএনপি নাকি ডা.জাফরুল্লাহ চৌধুরীকে চিনে না। কয়দিন পর তো তারা বেগম খালেদা জিয়া ও তারেরক রহমানকেও চিনবে না।’

দেশে সাম্প্রদায়িক শক্তির উত্থান ঘটিয়ে বিএনপি বাংলাদেশকে ‘জঙ্গিবাদী রাষ্ট্র’ বানাতে চায় বলেও মন্তব্য করেছেন নাছিম।

তিনি বলেন, ‘বিএনপি-জামাত দেশের উপর নিষেধাজ্ঞা আরোপের জন্য লবিং করে দেশকে পুনরায় জঙ্গিবাদী রাষ্ট্রে পরিণত করতে চায়। তারা চায় দেশকে তালেবানি রাষ্ট্র বানাতে, দেশে আইএস সৃষ্টি করতে। তারা দেশে সাম্প্রদায়িক শক্তির উত্থান ঘটাতে চায়। তাদের এ মনের আশা কখনও পূরণ হবে না। আওয়ামী লীগের নেতাকর্মীরা কখনও দেশের ক্ষতি মেনে নেবে না।’

৬০ নম্বর ওয়ার্ডের ইউনিটগুলোর সম্মেলন উদ্বোধন করেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফী।

সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। প্রধান বক্তা হিসেবে ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির।

সম্মেলনে আমন্ত্রিত অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য সানজিদা খানম, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সহ সভাপতি নুরুল আমিন রুহুল, দিলীপ কুমার রায়, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মিরাজ হোসেন, মহিউদ্দিন মহি, স্বেচ্ছাসেবক লীগ ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি কামরুল হাসান রিপন, সাধারণ সম্পাদক তারিক সাঈদ, কদমতলী থানা আওয়ামী লীগের সভাপতি নাছির মিয়া, সাধারণ সম্পাদক মোবারক হোসেনসহ আরও অনেকে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.