Sylhet Today 24 PRINT

প্রতীক বৈষম্যে স্বতন্ত্র প্রার্থীরা, নির্বাচনী প্রচারণা শুরু

সিলেটটুডে ডেস্ক |  ০৯ ডিসেম্বর, ২০১৫

আগামি ৩০ ডিসেম্বর দেশের ২৩৫টি পৌরসভায় অনুষ্ঠিতব্য নির্বাচনের প্রচারণা বুধবার থেকে শুরু হয়েছে। নির্বাচনের বৈধ প্রার্থীরা বুধবার থেকে প্রতীক ছাড়া প্রচারণা চালাতে পারবেন। মেয়র পদে স্বতন্ত্র প্রার্থীরা প্রতীক পাওয়ার আগেই নির্বাচনী প্রচারণা শুরু হওয়ায় বৈষম্যের অভিযোগ ওঠেছে।

কাউন্সিলর ও স্বতন্ত্র মেয়র প্রার্থীরা প্রতীক বরাদ্দ পাবেন ১৪ ডিসেম্বর। কারণ তাদেরকে এখনও প্রতীক বরাদ্দ দেওয়া হয় নি। যদিও দলীয়ভাবে অংশগ্রহণকারীরা তাদের দলের প্রতীকের পক্ষে নির্বাচনী প্রচারণা চালাতে পারছেন, কারণ তারা নিজেদের প্রতীক আগে থেকেই জানেন।

প্রতীক নিয়ে প্রচারণায় বিষয়টি নিয়ে এখনো সিদ্ধান্ত দেয়নি নির্বাচন কমিশন। মেয়র পদের দলীয় প্রার্থীরা প্রতীক নিয়ে চারদিন আগেই প্রচারণায় গেলে অন্য প্রার্থীরা বৈষ্যম্যের শিকার হবেন।

তাই দলীয় প্রতীকে তাদের আজ থেকেই প্রচারণায় সুযোগ দেওয়া হবে কিনা সে বিষয়টি নিয়ে আলোচনায় বসেছে কমিশন।

এ বিষয়ে ইসির জনসংযোগ পরিচালক এসএম আসাদুজজ্জামান বলেন, প্রতীক নিয়ে প্রচারণার বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি। তবে প্রার্থীদের প্রতীক ছাড়া প্রচারণায় যেতে কোনো সমস্যা নেই।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.