Sylhet Today 24 PRINT

পাকিস্তানিদের লুট করা সম্পদ ফেরত চাই : নাসিম

ডেস্ক রিপোর্ট |  ০৯ ডিসেম্বর, ২০১৫

একাত্তরে পাকিস্তানিরা বাংলাদেশে লুটপাট করেছে উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম সে লুট হওয়া সম্পদ ফেরতের দাবি জানিয়েছেন।

বুধবার (৯ ডিসেম্বর) বিকেলে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতালের ১১তলা ভবনে নিওন্যাটাল ইনটেনসিভ কেয়ার ইউনিট’র (এনআইসিইউ)এর একটি উদ্ধোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, পাকিস্তানিরা শুধু হত্যা করেনি, তারা লুটও করেছে। সেই লুট হওয়া সম্পদ ফেরত চাই।  

তিনি আরও বলেন, পররাষ্ট্র মন্ত্রীকে বলেছি, পাকিস্তান যা কিছু লুট করেছে তা ফেরত আনতে হবে।

স্বাধীনতা যুদ্ধ নিয়ে পাকিস্তান যেসব কথা বলছে তা পৃথিবীর সেরা মিথ্যাচার, উল্লেখ করেন স্বাস্থ্যমন্ত্রী।

নাসিম বলেন, অনেক উন্নয়ন করেছে শেখ হাসিনা সরকার। কিন্তু আমলাতান্ত্রিক জটিলতার কারণে অনেক কাজ করা সম্ভব হয় না। এরপরও দেশের চিকিৎসা ব্যবস্থার উন্নয়নে যা যা করা দরকার, তা করা হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাসপাতালের পরিচালক ব্রি. জেনারেল ব্রায়ান বঙ্কিম হালদার।

এছাড়াও সংসদ সদস্য হাজী মো. মোহাম্মদ সেলিম, সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স, স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিক) ডা. মো. সামিউল ইসলাম সাদি প্রমুখ উপস্থিত ছিলেন।

এসময় হাসপাতালের সব চাহিদা পূরণের প্রতিশ্রুতি দেন নাসিম। একইসঙ্গে দেশের সব হাসপাতালের ইন্টার্ন ডাক্তারদের বেতন বাড়ানো হবে, এমনটিও জানান।

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.