Sylhet Today 24 PRINT

মনিটরিং কমিটি করছে বিএনপি

পৌরসভা নির্বাচন ২০১৫

সিলেটটুডে ডেস্ক |  ১১ ডিসেম্বর, ২০১৫

দশম জাতীয় সংসদ বর্জন করলেও প্রথমবারের মত দেশে দলীয় প্রতীকে  অনুষ্ঠিতব্য পৌরসভা নির্বাচনে অংশ নিচ্ছে বিএনপি। আগামী ৩০ ডিসেম্বর সারাদেশের ২৩৫ পৌরসভায় এ নির্বাচন অনুষ্ঠানের কথা রয়েছে। নির্বাচনকে ঘিরে দুই স্তরের মনিটরিং কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি।

বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) রাতে গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে খালেদা জিয়ার সভাপতিত্বে স্থায়ী কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত হয় বলে সংবাদ ব্রিফিংয়ে জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৈঠক শেষে ব্রিফিংয়ে ফখরুল জানান, পৌর নির্বাচন নিয়ে কেন্দ্রীয় পর্যায়ে একটি এবং প্রতিটি বিভাগে একটি করে মনিটরিং কমিটি করা হবে। গঠিত কমিটি জেলা-উপজেলা পর্যায়ের নেতাকর্মীদের কমিটি প্রয়োজনীয় দিক-নির্দেশনা দেবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.