Sylhet Today 24 PRINT

সিলেটে পরীক্ষা কেন্দ্র পাহারা দিল মহানগর ছাত্রলীগ

এসএসসি ‘পরীক্ষা ঠেকাতে’ শুক্রবার থেকে ছাত্রদলের ডাকা টানা ৩৬ ঘন্টা সিলেট বিভাগে হরতালের মাঝেও নির্ঝঞ্ঝাটভাবে শেষ হয়েছে এসএসসি ও সমমানের প্রথম দিনের পরীক্ষা।

সিলেট টুডে রিপোর্ট |  ০৬ ফেব্রুয়ারী, ২০১৫

এসএসসি ‘পরীক্ষা ঠেকাতে’ শুক্রবার থেকে ছাত্রদলের ডাকা টানা ৩৬ ঘন্টা সিলেট বিভাগে হরতালের মাঝেও নির্ঝঞ্ঝাটভাবে শেষ হয়েছে এসএসসি ও সমমানের প্রথম দিনের পরীক্ষা। পরীক্ষা কেন্দ্রের নিরাপত্তায় আইনশৃংখলা বাহিনীর পাশাপাশি পাহারা দিয়েছে সিলেট মহানগর ছাত্রলীগের সভাপতি রাহাত তরফদার নেতৃতে মহানগর ছাত্রলীগ নেতৃবৃন্দ।

সিলেট মহানগর ছাত্রলীগের সভাপতি রাহাত তরফদার জানিয়েছেন, সকাল ৯টা থেকে পরীক্ষা কেন্দ্রে কেন্দ্রে তারা পাহারা বসিয়েছেন। সকল সচেতন অভিভাবকদের এই মর্মে আশ্বস্ত করেছেন, যেকোন মূল্যে তারা নাশকতা, বিশৃংখলা সৃষ্টিকারিদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবেন। কোন অবস্থায় একটি শিক্ষার্থীরও জীবন নষ্ট হতে দেওয়া হবে না।


সিলেট মহানগর ছাত্রলীগের সভাপতি রাহাত তরফদার আরো বলেন সকাল ৯টা থেকে আমরা রাজা জি সি হাই স্কুল, অগ্রগামি বালিকা উচ্চ বিদ্যালয়, এইডেড উচ্চ বিদ্যালয়, সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় এবং আম্বরখানা বালিকা উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে গিয়েছি। আমরা অভিভাবকদের সাথে কথা বলেছি। তাদের বলেছি, দুশ্চিন্তার প্রয়োজন নেই। শিক্ষার্থীদের নির্বিঘ্নে পরীক্ষা নিশ্চিত করতে আমরা সর্বোচ্চ ত্যাগ করতে প্রস্তুত আছি। আইনশৃংখলা বাহিনী সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করেছে। তাদের পাশাপাশি আমরাও রাজপথ পাহারায় থাকবো। নাশকতাকারিদের প্রতিরোধে এক চুল পরিমাণও ছাড় দেওয়া হবে না।


পরীক্ষা কেন্দ্রের পাহারায় সিলেট মহানগর ছাত্রলীগের সভাপতি রাহাত তরফদার এর নেতৃতে উপস্থিত ছিলেন, সাধারন সম্পাদক এমরুল হাসান, সহ-সভাপতি জিয়াউল হক জিয়া। প্রচার সম্পাদক ফয়েজ উদ্দিন পলাশ, দপ্তর সম্পাদক তানভির কবির সুমন। সম্পাদক মণ্ডলীর সদস্য ইমরান চৌধুরী, সিলেট মহানগর ছাত্রলীগের সদস্য কিশোয়ার জাহান সৌরভ, শহিদুল হক রাসেল, আলি হোসেন। মহানগর ছাত্রলীগ নেতা এম.এ মুত্তালিব, কে.সি আকাশ, মুশফিকুর রহমান, মিজানুর রহমান, আরিফ ইসলাম প্রমুখ।

ওয়ার্ড ছাত্রলীগ নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন ১৪ নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি রাবিব মুহতাদি চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক মিনহাজুল আবেদিন নাঈম, ১৫ নং ওয়ার্ড  ছাত্রলীগের সভাপতি সোয়েব আহমেদ শানু, সাধারণ সম্পাদক আবু তামিম সিদ্দিকি।  ৫নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি এহসান হাবীব শিপন সেক্রেটারি মোহন আহমেদ মিলন। সিলেট 'ল' কলেজ ছাত্রলীগ নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন শাহ জুনেদ আলি, ছালিক আহমেদ, সুজন তালুকদার প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.