Sylhet Today 24 PRINT

পৌর নির্বাচনে নিজেদের প্রার্থীদের পক্ষে সমন্বিত প্রচারণা চালাবে ২০ দল

সিলেটটুডে ডেস্ক |  ১৯ ডিসেম্বর, ২০১৫

দলীয় প্রতীকে পৌর নির্বাচনে নিজেদের প্রার্থীর পক্ষে সমন্বিত প্রচারণা চালানোর সিদ্ধান্ত নিয়েছে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট।
যদিও নিবন্ধন না থাকায় জোটের অন্যতম শরিক জামায়াতে ইসলামির নামে কোন প্রার্থীর নির্বাচনে অংশ নেয়ার সুযোগ নেই। এক্ষেত্রে জামায়াতের প্রার্থীরা স্বতন্ত্র হিসেবে দাঁড়ালে সেভাবেই সমন্বয় করার আভাস দিয়েছেন ২০ দলীয় জোট নেতারা।

শনিবার সকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ২০ দলের মহাসচিব পর্যায়ের বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে এ সিদ্ধান্তের কথা জানান বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।


যে সব এলাকায় জোটের প্রার্থী নিয়ে সমস্যা রয়েছে, সেখানে স্থানীয় নেতারা আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন বলেও জানিয়েছেন তিনি।

মির্জা ফখরুল বলেন, ‘পৌর নির্বাচন নিয়ে আমাদের মধ্যে আলোচনা হয়েছে। প্রার্থী সমর্থনের ব্যাপারে ঐক্যমত হয়েছে।  দুয়েক দিনের মধ্যে ঐক্যমতের প্রার্থীদের পক্ষে ২০ দলের সমন্বিত প্রচারণা শুরু হবে। ইতোমধ্যে দিনাজপুরসহ কয়েক জায়গায় প্রচারণা শুরু হয়েছে।’

নির্বাচন কমিশনের কঠোর সমালোচনা করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, ‘অতীতে এ নির্বাচন কমিশন সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করতে ব্যর্থ হয়েছে। ৫ জানুয়ারির নির্বাচন থেকে সবগুলো নির্বাচন প্রশ্নবিদ্ধ।’

বৈঠকে অন্যদের মধ্যে ন্যাপ মহাসচিব এম গোলাম মোস্তফা ভুইয়া, বাংলাদেশ কল্যাণ পার্টির মহাসচিব এম এম আমিনুর রহমান, জাতীয় পার্টির মহাসচিব গোলাম মোস্তফা হায়দার চৌধুরী, এলডিপির মহাসচিব ড. রেদোয়ান আহমেদ,  খেলাফত মজলিসের মহাসচিব ড. আহম্মেদ আব্দুল কাদের, জাগপা মহাসচিব খন্দকার লুৎফর রহমান, বিজেপির মহাসচিব আব্দুল মতিন, এনপিপির মহাসচিব  মোস্তাফিজুর রহমান মোস্তফা, ডিএলের যুগ্ম-মহাসচিব খোকন চন্দ্র দাস, মুসলিম লীগের মহাসচিব অ্যাডভোকেট শেখ জুলফিকার বুলবুল চৌধুরী, সাম্যবাদী দলের মহাসচিব সাঈদ আহমেদ, এনডিপির যুগ্ম-মহাসচিব ফরিদ উদ্দিন, জমিয়ত ইসলামীর মহাসচিব মহিউদ্দিন ইকরাম, পিপলস লীগের মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মাহাবুব হোসেন, লেবার পার্টির মহাসচিব হামদুল্লাহ মেহেদী প্রমুখ উপস্থিত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.