Sylhet Today 24 PRINT

ভোটের মাঠে থাকছেন ৩১০ ম্যাজিস্ট্রেট

সিলেটটুডে ডেস্ক |  ২০ ডিসেম্বর, ২০১৫

পৌরসভা নির্বাচনের সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় প্রশাসন ক্যাডারের ৩১০ জন কর্মকর্তাকে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।

জনপ্রশাসন মন্ত্রণালয় রোববার (২০ ডিসেম্বর) রাতে এসব কর্মকর্তাকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার ক্ষমতা দিয়ে আদেশ জারি করেছে।

৩০ ডিসেম্বর বাংলাদেশের ২৩৪টি পৌরসভায় মেয়র, সংরক্ষিত কাউন্সিলর ও সাধারণ আসনের কাউন্সিলর নির্বাচনে ভোট হবে। এছাড়া ৭ জানুয়ারি একটি পৌরসভায় নির্বাচনের তারিখ রয়েছে।

ভোটে নির্বাচনী এলাকায় আচরণবিধি সংক্রান্ত ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় ঢাকা বিভাগে ৭৫ জন, খুলনায় ৪০, রাজশাহীতে ৯০, বরিশালে ২০, চট্টগ্রামে ৫৫, সিলেটে ২০ এবং রংপুরে ১০ জন ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া হয়েছে।

নিয়োগপ্রাপ্ত ম্যাজিস্ট্রেটরা ২৮ থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত নির্বাচনী এলাকায় দায়িত্ব পালন করবেন।

কে কোন নির্বাচনী এলাকায় দায়িত্বে থাকবেন আদেশে তাও বলে দেওয়া হয়েছে।

নির্বাহী ম্যাজেস্ট্রেট হিসেবে নিয়োগ পাওয়া কর্মকর্তাদের আগামী ২৭ ডিসেম্বর সংশ্লিষ্ট বিভাগীয় কমিশনারের কাছে যোগদান করতে বলা হয়েছে।

এর আগে গত ১০ ডিসেম্বর পৌর নির্বচানে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দিতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিবের কাছে চিঠি দেয় নির্বাচন কমিশন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.