Sylhet Today 24 PRINT

পৌর নির্বাচন: সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর গাড়িতে হামলার অভিযোগ

সিলেটটুডে ডেস্ক |  ২২ ডিসেম্বর, ২০১৫

পটুয়াখালী জেলার কলাপাড়া পৌরসভায় বিএনপি মনোনীত মেয়র প্রার্থীর প্রচারণার সময় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেনের গাড়িতে আওয়ামী লীগ প্রার্থীর লোকজন হামলা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ সময় সংবাদ সংগ্রহ করতে গেলে ক্যামেরা কেড়ে নিয়ে সাংবাদিক লাঞ্ছিত করার ঘটনাও ঘটে।

মঙ্গলবার (২২ ডিসেম্বর) সকাল সোয়া ১০টার দিকে আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী বিপুল হালদারের লোকজন বিএনপি সমর্থিত প্রার্থী হাজি হুমায়ুন সিকদারের কর্মী-সমর্থকদের ওপর হামলা করে বলে জানা গেছে।

আহত আলতাফ হোসেন চৌধুরী ও তার লোকজন কোথায় চিকিৎসা নিচ্ছেন তা জানা যায়নি।

আহত সাংবাদিকরা হলেন- অনলাইন নিউজ পোর্টাল বাংলামেইল২৪ডটকম ও বৈশাখী টিভির জেলা প্রতিনিধি আব্দুস ছালাম আরিফ, জনকণ্ঠ ও ইনডিপেন্ডেন্ট টিভির জেলা প্রতিনিধি মোকলেছুর রহমান, যমুনা টিভির জাকারিয়া হৃদয়, সময় টিভির ক্যামেরা পারসন সুজন দাম। কালের কণ্ঠের ইমরান হোসেন সোহেল ও আঞ্চলিক দৈনিক ভোরের আলোর সরোজ দত্ত। তাদের স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হচ্ছে।

সাংবাদিক ও স্থানীয়রা জানান, সকালের দিকে বিএনপি সমর্থিত কলাপাড়া পৌরসভার মেয়র প্রার্থী হাজি হুমায়ুন সিকদারের নির্বাচনী প্রচারণায় যান সাবেক স্বারাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী। এ সময় আওয়ামী লীগ প্রার্থী বিপুল হালদারের লোকজন অতর্কিতে হামলা চালিয়ে আলতাফ হোসেনের গাড়ি ভাঙচুর করেন। এতে আলতাফ হোসেনসহ কয়েকজন আহত হন।

এ সময় সংবাদ সংগ্রহ করতে গেলে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীর লোকজন সাংবাদিকদের পাঁচটি ক্যামেরা ছিনিয়ে নিয়ে তাদের শারীরিকভাবে লাঞ্ছিত করেন। এতে কয়েকজন সাংবাদিক আহত হন। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। সংবাদ সূত্র: বাংলামেইল।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.