Sylhet Today 24 PRINT

নতজানু পররাষ্ট্রনীতির কারণেই মিয়ানমারের হামলা: ফখরুল

সিলেটটুডে ডেস্ক: |  ১৭ সেপ্টেম্বর, ২০২২

সরকারের নতজানু পররাষ্ট্রনীতির কারণেই বারবার মিয়ানমার বাংলাদেশে হামলা করছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রাজধানীর নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে শনিবার বিকেলে ডাকা জরুরি সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।

এ সময় দেশের সার্বভৌমত্ব রক্ষায় সরকারকে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার আহ্বান জানান ফখরুল।

মির্জা ফখরুল বলেন, ‘রোহিঙ্গা ইস্যুতে আন্তর্জাতিক মহলের কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থ হওয়াই বর্তমান পরিস্থিতি সৃষ্টি হয়েছে। রোহিঙ্গাদের নিজ দেশে ফেরাতে প্রধানমন্ত্রীকে কার্যকর ভূমিকা রাখতে হবে।’

সম্প্রতি বাংলাদেশ সীমান্তে বেশ কয়েকবার মর্টার শেল ছোড়ে মিয়ানমার। বান্দরবান সীমান্তে এমন ঘটনায় দেশটির রাষ্ট্রদূতকে ডেকে কয়েকবার প্রতিবাদ জানায় ঢাকা।

বান্দরবানের নাইক্ষ্যংছড়ির তুমব্রু কোনারপাড়া সীমান্তে শুক্রবার রাতে মিয়ানমার সেনাবাহিনীর ছোড়া চারটি মর্টার শেল এসে পড়ে। এতে শূন্যরেখার রোহিঙ্গা ক্যাম্পের এক যুবক নিহত হন। আহত হন রোহিঙ্গা শিশুসহ পাঁচজন।

সংবাদ সম্মেলনে বিএনপি এ বিষয়টিকেই তুলে ধরেছে।

এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘শুধু মিয়ানমারের দূতকে ডেকে প্রতিবাদ জানানোই যথেষ্ট নয়। আর কতবার শুধু প্রতিবাদলিপি পাঠাবে সরকার।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.