Sylhet Today 24 PRINT

সব বিভাগে সমাবেশসহ বিএনপির টানা দুই মাসের কর্মসূচি

সিলেটটুডে ডেস্ক |  ২৮ সেপ্টেম্বর, ২০২২

গত জুলাই থেকে রাজপথে সক্রিয়তা বাড়ানোর পর পুলিশের সঙ্গে সংঘর্ষে দলটির সহযোগী সংগঠনের চার জনের প্রাণহানির মধ্যে কর্মসূচি আরও বাড়ানোর ঘোষণা দিয়েছে বিএনপি।

আন্দোলন বেগবান করতে এবার দুই মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

বুধবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই কর্মসূচি ঘোষণা করেন। তিনি জানান, দুই দিন আগে তাদের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির ভার্চুয়াল সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়।

নির্বাচনকালীন নির্দলীয় সরকারের দাবিতে ফিরে যাওয়া বিএনপি জুলাইয়ের শেষ সপ্তাহ থেকে নানা কর্মসূচি দিয়ে রাজপথে সক্রিয় হতে শুরু করে। এর মধ্যে আগস্টের শেষ দিকে ঘোষণা করা হয় টানা ১০ দিনের কর্মসূচি।

বিএনপি রাজপথে সক্রিয় হয়ে উঠার পর ক্ষমতাসীন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের হামলার অভিযোগ উঠে। একের পর এক সংঘর্ষ হতে থাকে পুলিশের সঙ্গেও।

পুলিশের সঙ্গে সংঘর্ষে জুলাইয়ের শেষে ভোলায় দুই জন আর ১ সেপ্টেম্বর নারায়ণগঞ্জে একজনের প্রাণহানির পর প্রায় প্রতিদিনই কোথাও না কোথাও বিএনপি বিক্ষোভ চালিয়ে যাচ্ছে। সম্প্রতি মুন্সিগঞ্জে একটি বিক্ষোভে ব্যাপক সংঘর্ষের পর সেখানেও পুলিশ গুলি চালালে গুরুতর আহত হয়ে পড়ে হাসপাতালে মারা যান এক জন, যেটি বিএনপিতে আরও বিক্ষুব্ধ করে তুলেছে। তারা একজনের প্রাণহানির দাবি করছে যশোরেও।
এবার রাজপথে বিএনপির টানা দুই মাসের কর্মসূচি

মির্জা ফখরুল বলেন, ‘নিত্য প্রয়োজনীয় দ্রব্যদির মূল্য বৃদ্ধি, চলমান আন্দোলনে ভোলায় নুরে আলম ও আব্দুর রহিম, নারায়ণগঞ্জে শাওন প্রধান, মুন্সিগঞ্জে শহিদুল ইসলাম শাওন ও যশোরে আব্দুল আলিম মোট ৫ জন হত্যার প্রতিবাদে, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি এবং নেতা-কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে আগামী ৮ অক্টোবর ২০২২ হতে সারা দেশে বিভাগীয় গণ-সমাবেশ অনুষ্ঠানের সিদ্ধান্ত গৃহীত হয়।’

তিনি জানান, আগামী ৮ অক্টোবর চট্টগ্রামে, ১৫ অক্টোবর ময়মনসিংহে, ২২ অক্টোবর খুলনায়, ২৯ অক্টোবর রংপুরে, ৫ নভেম্বর ২০২২ বরিশালে, ১২ নভেম্বর ফরিদপুরে, ১৯ নভেম্বর সিলেটে, ২৬ নভেম্বর কুমিল্লায়, ৩ ডিসেম্বর রাজশাহীতে এবং ১০ ডিসেম্বর ঢাকায় এই বিক্ষোভ হবে।

গত ১ সেপ্টেম্বর নারায়ণগঞ্জে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষের সময় গোয়েন্দা বাহিনীর উপপরিদর্শক মাহফুজুর রহমান কনক অন্য পুলিশ সদস্যের রাইফেল তুলে নিয়ে গুলি করেন। ছবি: নিউজবাংলা

বিএনপির আন্দোলনে প্রাণ হারানো পাঁচ জনের এর প্রতি শ্রদ্ধা জানাতে আগামী ৬ অক্টোবর দেশের সকল মহানগর পর্যায়ে এবং ১০ তারিখে সকল জেলা পর্যায়ে শোক মিছিল করার সিদ্ধান্তও জানান তিনি।

বিএনপির সাম্প্রতিক সমাবেশগুলোতে জনসম্পৃক্ততা বেড়েছে বলেও দাবি করেন বিএনপি মহাসচিব। বলেন, ‘জনগণের মধ্যে দাবি উঠেছে, এই সরকারের পতন হওয়া উচিত।…সরকারের পদত্যাগের আগেই নিরপেক্ষ সরকার গঠন করতে হবে।’

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল নেতাকর্মীদের ওপর ছাত্রলীগের হামলার নিন্দা জানিয়ে বিএনপি হামলাকারীদের বহিষ্কার ও নিরাপত্তা দিতে ব্যর্থ হওয়ায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের অপসারণও দাবি করেন ফখরুল।

পঞ্চগড়ের করতোয়া নদীতে নৌকা ডুবিতে বিপুল সংখ্যক মানুষের প্রাণহানিতে শোক জানান বিএনপি নেতা। অভিযোগ করেন, ‌ দুর্ঘটনায় উদ্ধার তৎপরতায় সরকার সক্রিয় ছিল না।

ফখরুল বলেন, ‘এ পর্যন্ত ৬৫টি লাশ উদ্ধার হয়েছে, আরও ২৫ থেকে ৩০ জন নিখোঁজ রয়েছে। অবিলম্বে নিখোঁজ ব্যক্তিদের উদ্ধার এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে পর্যাপ্ত ক্ষতিপূরণ প্রদানের দাবি জানাচ্ছি আমরা।’

সরকার রাশিয়া থেকে গম কেনার যে চুক্তি করেছে, তাতে আইন লঙ্ঘন করা হয়েছে বলেও অভিযোগ করেন বিএনপি মহাসচিব। তার দাবি, বাজারমূল্যের চেয়ে বেশি দরে খাদ্যপণ্যটি কেনা হচ্ছে। এই ক্রয় প্রক্রিয়ায় রাশিয়ার যাকে লোকাল এজেন্ট করেছে, তাকে ‘আইন লঙ্ঘন করে তৃতীয় পক্ষের’ সংযুক্তি বলেও দাবি করেন তিনি।

ভোলায় তিনটি গ্যাস কূপ খননে রাশিয়ান কোম্পানি গ্যাজপ্রমের সঙ্গে যে চুক্তি করা হয়েছে, তাতে অতিরিক্ত অর্থ দেয়ার অভিযোগ করে এরও প্রতিবাদ জানান ফখরুল। বলেন, ‘বাপেক্স ও পেট্রোবাংলাকে কোন সুযোগ না দিয়ে বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তির মূল লক্ষ্য দুর্নীতি।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.