Sylhet Today 24 PRINT

১০ পর্যবেক্ষক সংস্থায় আওয়ামী লীগের আপত্তি

সিলেটটুডে ডেস্ক |  ২৪ ডিসেম্বর, ২০১৫

রাজনৈতিক সংশ্লিষ্টতার অভিযোগ তুলে ডেমোক্রেসি ওয়াচ, অধিকারসহ ১০টি পর্যবেক্ষক সংস্থার বিরুদ্ধে সংস্থাগুলোকে পৌরসভা নির্বাচন পর্যবেক্ষণের অনুমতি না দিতে নির্বাচন কমিশনকে অনুরোধ জানিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।

বুধবার নির্বাচন কমিশনের গণসংযোগ বিভাগের পরিচালক আসাদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, দলের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি চিঠি আওয়ামী লীগের কেন্দ্রীয় সহ-সম্পাদক সেকেন্দার আলী মাধ্যমে ইসি সচিবকে এ অভিযোগ দেয়া হয়েছে।

চিঠিতে অধিকার, মানবাধিকার সমন্বয় পরিষদ, খান ফাউন্ডেশন, ডেমোক্রেসি ওয়াচ, মানবিক সাহায্য সংস্থা, মানবাধিকার ও সমাজ উন্নয়ন সংস্থা, লাইট হাউজ, রাইট যশোর, জাগরণ চক্র, ন্যাশনাল ইয়ুথ ফোরামের বিরুদ্ধে রাজনৈতিক সংশ্লিষ্টতার অভিযোগ আনা হয়েছে। একইসঙ্গে সংস্থাগুলোকে পৌর নির্বাচন পর্যবেক্ষণের অনুমতি না দিতে বলা হয়েছে।

আগামী ৩০ ডিসেম্বর একযোগে দেশের ২৩৫ পৌরসভায় ভোটগ্রহণ করবে নির্বাচন কমিশন।

উল্লেখ্য, ডেমোক্রেসি ওয়াচের প্রধান তালেয়া রেহমান বিএনপি চেয়ারপারসনের বিশেষ উপদেষ্টা শফিক রেহমানের স্ত্রী। অধিকারের সম্পাদক আদিলুর রহমান শাপলা চত্বরে হেফাজতের সমাবেশে যৌথ বাহিনীর অভিযানে হতাহতের সংখ্যা অতিরঞ্জিত করে বর্ণনা করেছিলেন বলে অভিযোগ করা হয়। এ অভিযোগে তাকে গ্রেপ্তারও করা হয়েছিল।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.