Sylhet Today 24 PRINT

ইভিএম মানে ভোট আপনি যেখানেই দেন যাবে নৌকায়: নুর

সিলেটটুডে ডেস্ক: |  ০৫ নভেম্বর, ২০২২

ছবি: সংগৃহীত

ইভিএম আধুনিক জালিয়াতির মেশিন বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সদস্য সচিব ঢাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর।

তিনি বলেছেন, ‘ইভিএম এর ডিজিটাল চুরির ভোট এ দেশে হতে দেওয়া হবে না। ইভিএম মানে ভোট আপনি যেখানেই দেন না কেন ভোট যাবে নৌকায়। এ ধরনের প্রতারণার সুযোগ দেওয়া হবে না।’

শনিবার বিকেলে হবিগঞ্জ জেলা পরিষদ অডিটরিয়ামে হবিগঞ্জ জেলা গণঅধিকার পরিষদের আয়োজনে দলের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। জেলা আহ্বায়ক অ্যাডভোকেট চৌধুরী আশরাফুল বারী নোমানের সভাপতিত্বে ও সদস্য সচিব আবুল হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে জেলার বিভিন্ন স্থান থেকে নেতাকর্মীরা অংশ নেন।

শাহ এএমএস কিবরিয়াকে আওয়ামী লীগ হত্যা করেছে অভিযোগ করে নুরুল হক নুর বলেন, ‘আওয়ামী লীগকে ক্ষমতায় নেওয়ার জন্য শাহ এএমএস কিবরিয়া আন্তর্জাতিক পর্যায়ে লবিং করেছিলেন। অথচ সেই আওয়ামী লীগ ক্ষমতায় যাওয়ার জন্য তাকে হত্যা করেছে। তাই আওয়ামী লীগ তার হত্যার বিচার করবে না। আমরা ক্ষমতায় গেলে এ হত্যাকাণ্ডের বিচার করবো।’

তিনি বলেন, ‘সরকারের সাজানো পাতানো নির্বাচন আর দেশে হতে দেওয়া হবে না। সরকারের উচিত ব্যর্থতার দায় নিয়ে একটি নিরপেক্ষ ও তত্তাবধায়ক সরকার গঠন করে বিদায় নেওয়া।’ তিনি আরও বলেন, ‘সরকার নির্বাচনের নামে দেশে সহিংসতা ও প্রাণহানির ঘটনা ঘটাচ্ছে। নির্বাচনে জনগনের ভোট দেওয়ার অধিকার আর নেই। শুধুই প্রহসন হচ্ছে। সরকার দেশেকে ধীরে ধীরে দুর্ভিক্ষের দিকে নিয়ে যাচ্ছে।’

শারিরীক অসুস্থতার কারণে বিকেলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে সংক্ষিপ্ত শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের আহ্বায়ক ড. রেজা কিবরিয়া।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.