Sylhet Today 24 PRINT

আওয়ামী লীগের কার্যনির্বাহীতে যারা আছেন

সিলেটটুডে ডেস্ক: |  ২৪ ডিসেম্বর, ২০২২

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে দলের ২২তম সম্মেলনে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাসহ নেতারা। ছবি: পিআইডি

আওয়ামী লীগের ২২তম কাউন্সিলে টানা দশমবারের মতো সভাপতি নির্বাচিত হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং টানা তৃতীয় মেয়াদে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ওবায়দুল কাদের।

নির্বাচনের বছর খানেক আগে অনুষ্ঠিত এই সম্মেলনে গঠিত নতুন কমিটিতে তেমন কোনো পরিবর্তন আনেনি আওয়ামী লীগের হাইকমান্ড।

প্রথমবারের মতো দলের সভাপতিমণ্ডলীল সদস্য নির্বাচিত হয়েছেন তাজউদ্দীনকন্যা সিমিন হোসেন রিমি এবং মোস্তফা জালাল মহিউদ্দিন। এখন পর্যন্ত কমিটির নতুন মুখ তারা দুজনই। তবে কয়েকটি পদ ফাঁকা থাকায় আসতে পারে চমক।

আর সভাপতিমণ্ডলীতে রাখা হয়নি গত কার্যনির্বাহী সংসদে থাকা তিনজনকে। তারা হলেন নুরুল ইসলাম নাহিদ, রমেশ চন্দ্র সেন ও আব্দুল মান্নান খান।

গত কমিটির উপ প্রচার সম্পাদক আমিনুল ইসলামের পদোন্নতি ঘটেছে। তিনি দায়িত্ব পালন করবেন ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক হিসেবে। আর এই পদে থাকা সুজিত রায় নন্দীও পদোন্নতি পেয়ে দলের সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন।

আওয়ামী লীগের নতুন কমিটি যে রকম হলো:

সভাপতি: শেখ হাসিনা

সভাপতিমণ্ডলীর সদস্য: বেগম মতিয়া চৌধুরী, শেখ ফজলুল করিম সেলিম, কাজী জাফর উল্লাহ, ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, পীযুষ কান্তি ভট্টাচার্য্য, ড. মো. আব্দুর রাজ্জাক, লে. কর্নেল (অব.) মুহাম্মদ ফারুক খান, শাজাহান খান, জাহাঙ্গীর কবির নানক, আবদুর রহমান, এ এইচ এম খায়রুজ্জামান লিটন, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম, কামরুল ইসলাম, সিমিন হোসেন রিমি এবং মোস্তফা জালাল মহিউদ্দিন।

সাধারণ সম্পাদক: ওবায়দুল কাদের

যুগ্ম সাধারণ সম্পাদক: মাহবুব উল আলম হানিফ, ডা. দীপু মনি, হাছান মাহমুদ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম

কোষাধ্যক্ষ: এইচ এন আশিকুর রহমান

অর্থ ও পরিকল্পনাবিষয়ক সম্পাদক: ওয়াসিকা আয়শা খান

আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক: ড. শাম্মী আহমেদ

আইন বিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট নজিবুল্লাহ হিরু

কৃষি ও সমবায়বিষয়ক সম্পাদক: ফরিদুন্নাহার লাইলী

তথ্য ও গবেষণা সম্পাদক: ড. সেলিম মাহমুদ

ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক: আমিনুল ইসলাম

দপ্তর সম্পাদক: ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া

ধর্মবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট সিরাজুল মোস্তফা

প্রচার ও প্রকাশনা সম্পাদক: ড. আবদুস সোবহান গোলাপ

বন ও পরিবেশবিষয়ক সম্পাদক: দেলোয়ার হোসেন

বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক: ইঞ্জিনিয়ার মো. আবদুস সবুর

মহিলাবিষয়ক সম্পাদক: মেহের আফরোজ চুমকি

মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস

যুব ও ক্রীড়া সম্পাদক: হারুনুর রশীদ

শিক্ষা ও মানবসম্পদবিষয়ক সম্পাদক: শামসুন নাহার চাঁপা

শিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক: মো. সিদ্দিকুর রহমান

সংস্কৃতিবিষয়ক সম্পাদক: অসীম কুমার উকিল

স্বাস্থ্য ও জনসংখ্যাবিষয়ক সম্পাদক: ডা. রোকেয়া সুলতানা

মহিলাবিষয়ক সম্পাদক: জাহানারা বেগম

সাংগঠনিক সম্পাদক: আহমদ হোসেন, বি. এম মোজাম্মেল হক, আবু সাঈদ আল মাহমুদ স্বপন, এস এম কামাল হোসেন, মির্জা আজম, অ্যাডভোকেট আফজাল হোসেন, শফিউল আলম চৌধুরী নাদেল, সুজিত রায় নন্দী

উপ-দপ্তর সম্পাদক: সায়েম খান

ফাঁকা আছে যেসব পদ:

শ্রম ও জনশক্তিবিষয়ক সম্পাদক এবং উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদকের পদ ফাঁকা রাখা রয়েছে।

সদস্য: কারও নাম ঘোষণা করা হয়নি। সভাপতিমণ্ডলীর সদস্যদের সঙ্গে আলোচনা সাপেক্ষে পরে সদস্যদের নাম ঘোষণা করা হবে।

বাদ পড়েছেন যারা

সভাপতিমণ্ডলীর সদস্য থেকে বাদ পড়েছেন নুরুল ইসলাম নাহিদ, রমেশ চন্দ্র সেন এবং আব্দুল মান্নান খান।

সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করে আসা সাখাওয়াত হোসেন শফিক এবং শ্রম ও জনশক্তি বিষয়ক সম্পাদকের দায়িত্ব থাকা হাবিবুর রহমান সিরাজ বর্তমান কার্যনির্বাহী কমিটি থেকে বাদ পড়েছেন। এ ছাড়া সাধারণ সম্পাদক পদে ওবায়দুল কাদের ছাড়া আর যাদের নাম শোনা গিয়েছিল, তারা সবাই স্বপদে বহাল আছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.