Sylhet Today 24 PRINT

শান্তিপূর্ণ গণমিছিলে গুলি, দুই শতাধিক গ্রেপ্তার: দাবি জামায়াতের

সিলেটটুডে ডেস্ক: |  ২৫ ডিসেম্বর, ২০২২

জামায়াতে ইসলামী অভিযোগ করেছে, আজ শনিবার গণমিছিল কর্মসূচিতে বিনা উস্কানিতে গুলি করেছে পুলিশ।

পুলিশের হামলায় সারাদেশে শতাধিক নেতাকর্মী আহত হয়েছেন। গ্রেপ্তার করা হয়েছে দুই শতাধিক নেতাকর্মীকে।

জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম মাছুম আজ বিবৃতিতে এসব অভিযোগ করেছেন।

১০ দফা আদায়ে শনিবার ঢাকা বাদে সব জেলা ও মহানগরে গণমিছিলের কর্মসূচি ছিল বিএনপির। দলটির সঙ্গে যুগপৎ আন্দোলনে নামা জামায়াতও একই দিনে একই কর্মসূচি দেয়।

জামায়াতের বিবৃতিতে বলা হয়েছে, নোয়াখালীতে মিছিলে পুলিশের গুলি একজনের চোখে লেগেছে। আরও ৩০ নেতাকর্মী আহত হয়েছেন। জেলার নায়েবে আমির মাওলানা সাইয়েদ আহমাদসহ ২০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। চট্টগ্রাম, রাজশাহী ও রংপুর মহানগর এবং দিনাজপুর, লালমনিরহাট, জয়পুরহাট, নাটোর, সাতক্ষীরা, বাগেরহাট, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, মানিকগগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, সুনামগঞ্জ, নোয়াখালী, কুমিল্লা ও বরগুনায় মিছিলে পুলিশ হামলা করে।

এর নিন্দা করে দায়ীদের বিচার চেয়ে এটিএম মাছুম বিবৃতিতে বলেছেন, সরকার গণতন্ত্রে বিশ্বাস করে না। তবে হামলা মামলা ও গ্রেপ্তার করে চলমান রাজনৈতিক কর্মসূচিকে বাধাগ্রস্ত করা যাবে না। গণমিছিলের কর্মসূচিকে সফল আখ্যা দিয়ে নেতাকর্মীদের অভিনন্দন জানান জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.