Sylhet Today 24 PRINT

নির্ভয়ে ভোট দিন : সিইসি

সিলেটটুডে ডেস্ক |  ৩০ ডিসেম্বর, ২০১৫

পৌর নির্বাচনে ভোটারদের নির্ভয়ে ভোট দেওয়ার আহ্বান জানানোর পাশাপাশি কোনো ধরনের অনিয়ম বরদাশত না করার হুঁশিয়ারি দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমদ।

ভোটের আগের দিন মঙ্গলবার (২৯ ডিসেম্বর) রাতে তিনি সাংবাদিকদের বলেন, সব ধরনের প্রস্তুতি শেষ হয়েছে।

প্রার্থী ও তাদের সমর্থকদের কোনো অনিয়ম দেখলে কঠোর ব্যবস্থা নিতে নির্বাচন কর্মকর্তাদের নির্দেশ দিয়ে কাজী রকিব বলেন, দায়িত্বে কোনো ধরনের শৈথিল্য বা পক্ষপাত করলে তা বরদাশত করা হবে না।

প্রথমবারের মতো দলীয়ভাবে এ নির্বাচন উৎসবমুখর পরিবেশে হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

ইসি সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় সিইসির সঙ্গে নির্বাচন কমিশনার আবু হাফিজ, ইসি সচিব মো. সিরাজুল ইসলাম ছিলেন।

অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে রাজনৈতিক দল, প্রার্থী, ভোটার, গণমাধ্যমসহ সবার সহযোগিতা চেয়েছেন কাজী রকিব।

ভোটকেন্দ্রে তথ্য সরবরাহে সাংবাদিকরা কোনো ধরনের বাধার সম্মুখীন হবে না, বলেন তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.