Sylhet Today 24 PRINT

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে উকিল আবদুস সাত্তার বিজয়ী

সিলেটটুডে ডেস্ক |  ০১ ফেব্রুয়ারী, ২০২৩

ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের উপনির্বাচনে আলোচিত প্রার্থী উকিল আবদুস সাত্তার ভূঁইয়া বেসরকারিভাবে জয়ী হয়েছেন।

তিনি কলার ছড়ি প্রতীকে পেয়েছেন ৪৬ হাজার ৩২৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির লাঙ্গল মার্কার প্রার্থী আব্দুল হামিদ খান ভাসানী পেয়েছেন ৯৫৮০ ভোট।

অপর স্বতন্ত্র প্রার্থী নির্বাচনের আগে ‘নিখোঁজ’ হওয়া আবু আসিফ আহমেদ মোটরগাড়ি প্রতীকে পেয়েছেন ৩২৩৮ ভোট।

বুধবার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে উপনির্বাচনের ফলাফল গ্রহণ ও পরিবেশন কেন্দ্র থেকে এ তথ্য জানা গেছে।

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে ছিলেন ৫ জন প্রার্থী। তারা হলেন মো. আব্দুল হামিদ- জাতীয় পার্টি; জহিরুল ইসলাম জুয়েল- জাকের পার্টি। স্বতন্ত্র প্রার্থী-অ্যাডভোকেট মো. জিয়াউল হক মৃধা, আবদুস সাত্তার ভূঞা (উকিল আবদুস সাত্তার), আবু আসিফ আহমেদ।

ভোটকেন্দ্র ১৩২টি, ভোটার ৩ লাখ ৭৩ হাজার ৩১৯ জন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.