Sylhet Today 24 PRINT

কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে সাতকানিয়ায় ১ জন নিহত

সিলেটটুডে ডেস্ক |  ৩০ ডিসেম্বর, ২০১৫

পৌরসভা নির্বাচনে দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে চট্টগ্রামের সাতকানিয়ায় গুলিবিদ্ধ হয়ে একজন নিহত হয়েছেন।

বুধবার (৩০ ডিসেম্বর) সকাল ৮টায় ভোট শুরুর আড়াই ঘণ্টার মাথায় ৯ নম্বর ওয়ার্ডে সাতকানিয়া সরকারি কলেজ হোস্টেলের পূর্ব পাশে কাউন্সিলর পদপ্রার্থী মোজাম্মেল হক ও মনিরুল ইসলামের সমর্থকদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে বলে প্রত্যক্ষদর্শীরা জানান।

চট্টগ্রাম জেলা পুলিশের এসপি কেএম হাফিজ আক্তার সংবাদমাধ্যমকে বলেন, “কেন্দ্র থেকে দেড় কিলোমিটার দূরে ধাওয়া-পাল্টা ধাওয়ার মধ্যে গুলিতে একজন নিহত হয়েছে।”

নিহত মোহাম্মদ নুরুল আমিন (৪০) সাতাকনিয়ার গোয়াজর পাড়ার আবদুর রহিমের ছেলে। কক্সবাজারের মহেশখালীতে তার একটি লেপ তোষকের দোকান রয়েছে।

ওই ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মোজাম্মেল হক ও মনিরুল ইসলাম দুজনেই আওয়ামী লীগের রাজনীতিতে জড়িত বলে স্থানীয়রা জানান।

নিহত নুরুল তাদেরই একজনের সমর্থক বলে শোনা গেলেও চট্টগ্রামে বিএনপির নির্বাচনী মনিটরিং সেলের সদস্য সচিব ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক গোলাম আকবর খোন্দকার তাকে নিজেদের কর্মী বলে দাবি করেছেন।

এ ভোটের রিটার্নিং কর্মকর্তা সাতকানিয়ার ইউএনও মোহাম্মদ উল্লাহ বলেন, তারা গুলির শব্দ পেয়েছেন। পুলিশ বিষয়টি খোঁজ নিয়ে দেখছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.