Sylhet Today 24 PRINT

ইউনিয়নে-ইউনিয়নে আ.লীগের শান্তি সমাবেশ, বিএনপির পদযাত্রা

সিলেটটুডে ডেস্ক |  ১১ ফেব্রুয়ারী, ২০২৩

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজধানী ও বিভাগীয় শহরগুলোতে কর্মসূচির পাশাপাশি তৃণমূলকে চাঙা করতে কর্মসূচি পালন শুরু করেছে ক্ষমতার রাজনীতির প্রধান দুই শরিক আওয়ামী লীগ ও বিএনপি।

সরকার পতনের ধারাবাহিক আন্দোলনে থাকা বিএনপি ইউনিয়ন পর্যায়ে শনিবার পদযাত্রা কর্মসূচি শুরু করেছে। একই দিনে সাবেক ক্ষমতাসীন দলটির ‘নৈরাজ্য ও সহিংসতার’ প্রতিবাদে দেশের সব জেলার ইউনিয়ন পর্যায়ে শান্তি সমাবেশ করছে সরকারে থাকা আওয়ামী লীগ।

পদযাত্রা শুরুর আগের দিন শুক্রবার বিএনপির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, চলমান গণ-আন্দোলনের পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী শনিবার দেশব্যাপী ইউনিয়নে পদযাত্রা হবে। এ ছাড়া রোববার ঢাকা মহানগর উত্তরে পদযাত্রা হবে।

দলটির ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্সের পাঠানো বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বিদ্যুৎ, গ্যাস, চাল, ডাল, তেলসহ নিত্যপ্রয়োজনীয় সেবা ও পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদ এবং ‘গণতন্ত্র পুনরুদ্ধার’, দলের চেয়ারপারসন খালেদা জিয়াসহ নেতা-কর্মীদের মুক্তি ও সরকারের পদত্যাগসহ ১০ দফা বাস্তবায়নের দাবিতে পদযাত্রা হবে। এতে বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের কেন্দ্রীয়, মহানগর, জেলা, উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড, গ্রাম, পাড়া-মহল্লা ইউনিটের সর্বস্তরের নেতা-কর্মী, সমর্থক, শুভানুধ্যায়ীসহ সব শ্রেণি-পেশার জনগণকে স্বতঃস্ফূর্তভাবে যোগ দেয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

অন্যদিকে আওয়ামী লীগের ভেরিফায়েড ফেসবুকে পেজে শুক্রবার দেয়া পোস্টে বলা হয়, ‘বিএনপির নৈরাজ্য ও সহিংসতার প্রতিবাদে আগামী ১১ ফেব্রুয়ারি (শনিবার) সারা দেশে প্রতিটি জেলার ইউনিয়ন পর্যায়ে একযোগে শান্তি সমাবেশ করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী, জেলার নেতাদের সঙ্গে যোগ দেবেন কেন্দ্রীয় নেতারা। এ শান্তি সমাবেশ সফল করতে ৪০টি জেলার কেন্দ্রীয় নেতাদের দায়িত্ব বণ্টন করা হয়েছে।’

দেশব্যাপী ইউনিয়ন পর্যায়ে শান্তি সমাবেশ সফল করতে ৪০টি জেলায় যাচ্ছেন আওয়ামী লীগের ৫৩ জন কেন্দ্রীয় নেতা। দায়িত্বপ্রাপ্ত এই নেতাদের বাইরে সব জেলায় স্থানীয় নেতা এবং স্থানীয় সংসদ সদস্যদের অংশগ্রহণে ইউনিয়ন পর্যায়ে শান্তি সমাবেশের আয়োজন করতে কেন্দ্রীয় আওয়ামী লীগের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.