Sylhet Today 24 PRINT

ব্যারিস্টার নাজমুল হুদা মারা গেছেন

সিলেটটুডে ডেস্ক: |  ২০ ফেব্রুয়ারী, ২০২৩

চলে গেলেন বর্ষীয়াণ রাজনীতিক ব্যারিস্টার নাজমুল হুদা। তৃণমূল বিএনপির চেয়ারম্যান ও সাবেক এই মন্ত্রী রোববার রাতে রাজধানীর স্কয়ার হাসপাতালে মারা গেছেন।

নাজমুল হুদার স্ত্রী সিগমা হুদা মৃত্যুর এই সংবাদ নিশ্চিত করেছেন।

তিনি জানান, রাত পৌনে ১১টার দিকে স্কয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন নাজমুল হুদা।

২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত নাজমুল হুদা বিএনপি সরকারের যোগাযোগ মন্ত্রী ছিলেন। ওই নির্বাচনে তিনি ঢাকা-১ (দোহার-নবাবগঞ্জ) আসন থেকে নির্বাচন করে সংসদ সদস্য নির্বাচিত হন।

এক/এগারোর পর তত্ত্বাবধায়ক সরকারের সময় তার বিরুদ্ধে তিনটি দুর্নীতির মামলা হয়েছিল। ২০১০ সালের ২১ নভেম্বর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া তাকে দল থেকে বহিষ্কার করেন।

বিএনপিকে বহিষ্কার হওয়ার পর নাজমুল হুদা তৃণমূল বিএনপি নামে পৃথক রাজনৈতিক দল গঠন করেন। তিনি ছিলেন এই দলের চেয়ারম্যান। দলটির নির্বাচন কমিশনে নিবন্ধন পাওয়া নিয়ে তিনি আরেক লড়াইয়ে শামিল হন। এক পর্যায়ে বিষয়টি সর্বোচ্চ আদালত পর্যন্ত গড়ায়। শেষ পর্যন্ত চলতি সপ্তাহেই নির্বাচন কমিশন তৃণমূল কংগ্রেসকে নিবন্ধন দেয়।

খন্দকার নাজমুল হুদার আদি নিবাস ফরিদপুরের নগরকান্দা উপজেলার কোদালিয়া গ্রামে। তার বাবার নাম খন্দকার মোয়াজ্জেম হোসেন এবং মায়ের নাম বদরুন নেছা খাতুন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.