Sylhet Today 24 PRINT

দুদক এখন বিএনপি দমন কমিশন: ফখরুল

সিলেটটুডে ডেস্ক: |  ১৬ এপ্রিল, ২০২৩

দুর্নীতি দমন কমিশন (দুদক) এখন বিএনপি দমন কমিশন হিসেবে কাজ করছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার গুলশানে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘দুর্নীতি দমন কমিশন আজ যেন বিএনপি দমন কমিশনে পরিণত হয়েছে।’

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী জোবায়দা রহমানকে মিথ্যা মামলায় আসামি করা হয়েছে বলে মন্তব্য করেন মির্জা ফখরুল।

তিনি বলেন, ‘ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে নেতাকর্মী ও জনসাধারণের মনোবল বিনষ্ট করতে সরকারের ইঙ্গিতে এই মামলা হয়েছে।’

অবৈধ সম্পদ অর্জনের মামলায় অভিযুক্ত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী জোবায়দা রহমানের বিচার শুরুর আদেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ মো.আছাদুজ্জামান ২০০৭ সালে দুদকের করা মামলার অভিযোগ গঠন করে সাক্ষ্য গ্রহণ শুরুর জন্য ১৬ মে দিন ধার্য করেছেন।

মির্জা ফখরুল বলেন, চলমান আন্দোলনকে নেতৃত্বশূন্য করতে প্রতিহিংসাপরায়ন সরকার মিথ্যা, বানোয়াট, কাল্পনিক মামলা ও রায় দিয়ে গোয়েবলসের মতো মিথ্যাচার করে চলেছে। তারেক রহমানকে রাজনীতি ও নির্বাচন থেকে দূরে রাখার জন্যই এই মামলা দেয়া হয়েছে।

জিয়া পরিবারের কোন সদস্য যাতে রাজনীতিতে থাকতে না পারেন সেজন্য এইসব মামলা দেয়া হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.