Sylhet Today 24 PRINT

৫ মামলায় যুবদলের সাবেক সভাপতি নীরবের জামিন

সিলেটটুডে ডেস্ক |  ০৩ মে, ২০২৩

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জাতীয়তাবাদী যুবদলের সাবেক সভাপতি সাইফুল আলম নীরবকে জামিন দিয়েছেন হাইকোর্ট।

বুধবার (৩ মে) বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি কেএম ইমরুল কায়েশের হাইকোর্ট বেঞ্চ নীরবের বিরুদ্ধে দায়ের পাঁচ মামলার পৃথক আবেদনে জামিন দেন।

পাঁচ মামলা থেকে জামিন পেলেও তার বিরুদ্ধে আরও মামলা থাকায় তিনি এখনই মুক্তি পাচ্ছেন না বলে গণমাধ্যমকে জানিয়েছেন তার আইনজীবী জয়নুল আবেদীন।

গত ৫ মার্চ বিকালে রাজধানীর তেজগাঁও এলাকার এফডিসির পাশ থেকে নীরবকে গ্রেপ্তার করে তেজগাঁও শিল্পাঞ্চল থানা পুলিশ। পরদিন পুলিশ সদস্যকে লাঞ্ছিত ও দায়িত্ব পালনে বাধা দেওয়ার অভিযোগে হওয়া মামলায় নীরবকে তিন দিনের রিমান্ডে পাঠান আদালত। তারপর থেকে কারাবান্দি নীরব।

আইনজীবী ইউনুস আলী রবি জানান, ২০১৩ ও ২০১৫ সালে রাজধানীর তেজগাঁও, পল্লবী ও মিরপুর থানায় হওয়া নাশকতার পাঁচ মামলায় হাইকোর্ট যুবদলের সাবেক সভাপতি সাইফুল আলম নীরবকে জামিন দিয়েছেন।

এই পাঁচ মামলাসহ এখন পর্যন্ত মোট ১২ মামলায় তিনি জামিন পেয়েছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.