Sylhet Today 24 PRINT

প্রধানমন্ত্রীকে সংবর্ধনা দেওয়া উচিত বিএনপির: ওবায়দুল কাদের

সিলেটটুডে ডেস্ক |  ০৪ মে, ২০২৩

প্রধানমন্ত্রী শেখ হাসিনা নালিশ করতে নয়, দেশের অর্জনের জন্য ত্রিদেশীয় সফরে গিয়েছেন বলে মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন এজন্যে বিএনপি সমালোচনা করে বরং প্রধানমন্ত্রীকে সংবর্ধনা দেওয়া উচিত।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার চলমান তিন দেশ সফর নিয়ে বিএনপি নেতাদের সমালোচনার জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘আপনারা অপরাজনীতি করে খাটো হয়েছেন, দেশকে খাটো করবেন না। শেখ হাসিনা নালিশ করতে যাননি, দেশের অর্জনের জন্য গিয়েছেন। শেখ হাসিনাকে এ বিদেশ সফর ও অর্জনের জন্য সংবর্ধনা দেওয়া উচিত।’

বৃহস্পতিবার (৪ মে) সকালে রাজধানীর জাতীয় জাদুঘরের সামনে শুভ বুদ্ধপূর্ণিমা উপলক্ষে জাতীয় সম্মিলিত শান্তি শোভাযাত্রা ও সম্প্রীতি উৎসবে এ কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি বলছে শেখ হাসিনা কিছুই আনতে পারেননি, খালি হাতে ফিরবেন। মনটা যাদের ছোট, তাদের রাজনীতি করা উচিত নয়। দেশের অর্জনকে যারা নিজেদের মনে করে না, তাদের রাজনীতি করার প্রয়োজন নেই।’

তিনি বিএনপির কাছে প্রশ্ন রেখে বলেন, ‘আজকে এই বিশ্ব সংকটে বাজেট সহযোগিতার জন্য জাপান ৩০ বিলিয়ন ইয়েন (২৫ হাজার কোটি টাকা) দিয়েছে, এটা কি অর্জন নয়? আজকের বিশ্ব সংকটে যখন পদ্মা সেতু থেকে বিশ্বব্যাংক চলে গিয়েছিল আমাদের অপবাদ দিয়ে; সেই বিশ্বব্যাংক আজকে তাদের ভুল স্বীকার করে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অংশীদারির ৫০ বছর উদযাপনে তাকে আমন্ত্রণ করে, প্রধান অতিথি করে, আনুষ্ঠানিকতা করে ২৫ হাজার কোটি টাকা বাংলাদেশের জন্য বাজেট সহায়তা দিয়েছে। এটা কি বাংলাদেশের অর্জন নয়?’

এ সময় তিনি সব ধর্ম ও সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতি বাড়ানোর আহ্বান জানান। ওবায়দুল কাদের বলেন, ‘অসাম্প্রদায়িক বাংলাদেশ চাই, সন্ত্রাস চাই না। সাম্প্রদায়িক সম্প্রীতির বিরুদ্ধে মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী সন্ত্রাস রুখতে হবে। বৌদ্ধধর্মাবলম্বীদের এ উৎসবে সাম্প্রদায়িক সম্প্রীতির সবাই মিলেমিশে একাকার হয়ে গেছে। গৌতম বুদ্ধ শান্তির বাণী প্রচার করে গেছেন।’

ওবায়দুল কাদের বলেছেন, হিংসা-হানাহানি, যুদ্ধবিগ্রহ বা সহিংসতা নয়, শান্তির পথ দেখাতে হবে। যুদ্ধবিগ্রহের বিশ্বে সম্প্রীতির সুবাতাস যেন বইতে পারে, সে পরিবেশ তৈরির দায়িত্বও রাজনীতির অধিপতিদের।

বাংলাদেশ বৌদ্ধ সাংস্কৃতিক পরিষদের সভাপতি অধ্যাপক ডা. উত্তম কুমারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, থাইল্যান্ড ও চীনা দূতাবাসের প্রতিনিধিসহ বৌদ্ধ সম্প্রদায়ের নেতারা। পরে এক বর্ণাঢ্য শোভাযাত্রা শাহবাগ থেকে কেন্দ্রীয় শহিদ মিনার পর্যন্ত প্রদক্ষিণ করে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.