Sylhet Today 24 PRINT

বীর মুক্তিযোদ্ধা ফারুকের মৃত্যুতে ঢাকা-১৭ আসন শূন্য ঘোষণা

সিলেটটুডে ডেস্ক |  ১৯ মে, ২০২৩

বীর মুক্তিযোদ্ধা ও বরেণ্য অভিনেতা আকবর হোসেন পাঠান ফারুকের মৃত্যুতে জাতীয় সংসদের ঢাকা-১৭ আসন শূন্য ঘোষণা করা হয়েছে।

আসনটি শূন্য ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছেন সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব কে এম আব্দুস সালাম।

প্রজ্ঞাপনে উল্লেখ বলা হয়, বাংলাদেশ জাতীয় সংসদের সংসদ সদস্য আকবর হোসেন পাঠান (ফারুক) ১ জ্যৈষ্ঠ ১৪৩০/১৫ মে মারা যাওয়ায় একাদশ জাতীয় সংসদের ১৯০ ঢাকা-১৭ আসনটি উক্ত তারিখে শূন্য হয়েছে।

এরআগে সোমবার (১৫ মে) স্থানীয় সময় সকাল ১০টায় সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান চিত্রনায়ক ফারুক। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর।

যেকোনো সংসদীয় আসন শূন্য ঘোষণার পরই ভোটগ্রহণের লক্ষ্যে তফসিল ঘোষণার প্রক্রিয়া শুরু করে নির্বাচন কমিশন (ইসি)।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.