Sylhet Today 24 PRINT

জায়েদা ও আজমত ছাড়া বাকি ৬ মেয়রপ্রার্থীর জামানত বাজেয়াপ্ত

নিজস্ব প্রতিবেদক |  ২৬ মে, ২০২৩

স্বতন্ত্র প্রার্থী জায়েদা খাতুন ও আওয়ামী লীগের মনোনিত প্রার্থী আজমত উল্লা খান

গাজীপুর সিটি করপোরেশন (গাসিক) নির্বাচনে মেয়র পদে প্রার্থী ছিলেন ৮ জন। তন্মধ্যে স্বতন্ত্র প্রার্থী জায়েদা খাতুন ও আওয়ামী লীগের মনোনিত প্রার্থী আজমত উল্লা খান ছাড়া বাকি ছয় মেয়র প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে।

নির্বাচনের নিয়ম অনুযায়ী, জামানত বাঁচাতে হলে প্রার্থীকে প্রদত্ত ভোটের কমপক্ষে ৮ ভাগের এক ভাগ পেতে হয়। এ সিটিতে ভোট পড়েছে ৫ লাখ ৭৫ হাজার ৫০টি। সে হিসেবে জামানত বাঁচাতে প্রত্যেক প্রার্থীর কমপক্ষে ৭১ হাজার ৮৮১ ভোট পেটে হতো।

রিটার্নিং কর্মকর্তার দেওয়া তথ্যানুযায়ী, বিজয়ী জায়েদা খাতুন টেবিল ঘড়ি প্রতীক নিয়ে পেয়েছেন ২ লাখ ৩৮ হাজার ৯৩৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকার আজমত উল্লা খান পেয়েছেন ২ লাখ ২২ হাজার ৭৩৭ ভোট।

ফল বিশ্লেষণে দেখা যায় জামানত বাজেয়াপ্ত হওয়াদের মধ্যে হাতপাখা প্রতীকের গাজী আতাউর রহমান ৪৫ হাজার ৩৫২, হাতি প্রতীকের সরকার শাহনূর ইসলাম ২৩ হাজার ২৬৫, মাছ প্রতীকের আতিকুল ইসলাম ১৬ হাজার ৯৭৪, লাঙ্গল প্রতীকের এমএম নিয়াজ উদ্দিন ১৬ হাজার ৩৬২, গোলাপ ফুল প্রতীকের মো. রাজু আহাম্মেদ ৭ হাজার ২০৬ এবং ঘোড়া প্রতীকের মো. হারুন অর রশিদ পেয়েছেন ২ হাজার ৪২৬ ভোট।

উল্লেখ্য, বৃহস্পতিবার (২৫ মে) গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.