সিলেটটুডে ডেস্ক: | ৩০ মে, ২০২৩
রাজধানী ঢাকায় জামায়াতে ইসলামীর পক্ষ থেকে বিক্ষোভ সমাবেশের অনুমতি চাইতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনারের কার্যালয়ে গিয়েছিলেন সংগঠনটির চার নেতা। কিন্তু কার্যালয়ের সদর দরোজা থেকেই তাদেরকে আটক করে নিয়ে যায় পুলিশ। কয়েক ঘণ্টা পর অবশ্য তাদেরকে ছেড়ে দেয়া হয়। ছাড়া পেয়ে তারা ডিএমপি কমিশনারের কার্যালয়ে গিয়ে আবেদনপত্র জমা দিয়ে চলে যান।
ঘটনাটি ঘটে সোমবার বিকেলে। ওই ঘটনার পর পুলিশের এমন আচরণ নিয়ে বিভিন্ন মহলে আলোচনা-সমালোচনা শুরু হয়। প্রশ্ন ওঠে- দলীয় কর্মসূচি পালনের জন্য অনুমতি চাইতে যাওয়া জামায়াত নেতাদের পুলিশ কেন আটক করলো? আবার আটকের কয়েক ঘণ্টা তাদেরকে কেনই বা ছেড়ে দেয়া হলো।
এ প্রসঙ্গে জানতে চাইলে সোমবার রাতে মোবাইল ফোনে ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক বলেন, ‘জামায়াতের একটি প্রতিনিধি দল আমার কার্যালয়ে আসার কথা ছিল। কিন্তু তারা কারা, প্রতিনিধি দলে কোন কোন সদস্য থাকবেন- সেসব বিষয়ে আগে থেকে কোনো তথ্য সরবরাহ করা হয়নি।’
তিনি বলেন, ‘এই সংগঠনটি নানা জায়গায় দাঙ্গা-হাঙ্গামা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। তাদের অনেক নেতাকর্মী বিভিন্ন মামলার আসামি। প্রতিনিধি দলে যদি তেমন কেউ তাহলে তাদের সঙ্গে পুলিশ কমিশনারের মিটিং করার পর সমালোচনা তৈরির শঙ্কা ছিল।
‘এ অবস্থায় রমনা বিভাগের পুলিশ প্রতিনিধি দলের সদস্যদের বিষয়ে তথ্য সংগ্রহ বিশেষ করে নাম-ঠিকানা যাছাই-বাছাই করার জন্য তাদের সঙ্গে কথা বলেছে। তবে তাদের কাউকে আটক করা হয়নি।’
ডিএমপি কমিশনার বলেন, ‘জামায়াতের ওই প্রতিনিধি দলের সদস্যদের সঙ্গে কথা বলে ও বিভিন্ন মাধ্যমে খোঁজ নিয়ে আমরা নিশ্চিত হয়েছি যে তারা কোনো মামলার আসামি নন। এরপরই তারা আমার কার্যালয়ে এসেছিলেন। তাদের আবেদনপত্র গ্রহণ করেছি। সন্ধ্যার দিকে তারা চলে গেছেন।
‘দলটির পক্ষ থেকে আগে থেকে প্রতিনিধি দলের সদস্যদের নাম জানালে আমরা তাদের আসাটা আরও সহজ করতে পারতাম।’
আগামী ৫ জুন কর্মসূচি পালনে সহযোগিতা চেয়ে সোমবার বিকেলে ডিএমপি কার্যালয়ে আবেদন জমা দিতে যান জামায়াত ঢাকা মহানগর দক্ষিণের চার সদস্যের এই প্রতিনিধি দল। এই প্রতিনিধি দলে ছিলেন- বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সহ-সম্পাদক সাইফুর রহমান, সাবেক জ্যেষ্ঠ সহ-সভাপতি আবদুল বাতেন ও জালাল উদ্দীন ভূঁইয়া এবং সাবেক সহ-সভাপতি গোলাম রহমান ভূঁইয়া। কিন্তু তাদেরকে কার্যালয়ের গেট থেকেই আটক করে গাড়িতে তুলে নিয়ে যায় পুলিশ।
ওই ঘটনার পর জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের প্রচার ও গণমাধ্যম শাখার পরিচালক আশরাফুল আলম ইমন সোমবার একটি সংবাদ বিজ্ঞপ্তি পাঠান। তাতে বলা হয়, ‘আগামী ৫ জুন বায়তুল মুকাররম জাতীয় মসজিদের উত্তর ফটক থেকে বিক্ষোভ মিছিল করবে জামায়াতে ইসলামী। ওই বিক্ষোভ কর্মসূচি পালনে সহযোগিতা চাইতে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের একটি প্রতিনিধি দল ডিএমপি কার্যালয়ে গেলে তাদের আটক করা হয়।’
জামায়াত নেতাদের আটক ও ছেড়ে দেয়া প্রসঙ্গে একাধিক গোয়েন্দা কর্মকর্তার সঙ্গে কথা বলেছেন প্রতিবেদক। তারা বলেন, দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় জামায়াত নেতাদের গতিবিধি নজরদারিতে রাখা হচ্ছে। কারা কোথায় যাচ্ছেন, তারা কোন কোন ব্যক্তি বা সংগঠনের সঙ্গে বৈঠক করছেন সেসবই নজরদারিতে রয়েছে। এর অংশ হিসেবে দলটিকে চাপে রাখার কৌশল হিসেবেই পুলিশ তাদের আটক করেছিল।
এ প্রসঙ্গে জানতে চাইলে ডিএমপির রমনা বিভাগের উপ-কমিশনার (ডিসি) আশরাফ হোসেন বলেন, ‘প্রতিনিধি দলের সদস্যদের একজন শাহ আলী থানার একটি মামলার আসামি ছিলেন। পরবর্তীতে খোঁজ নিয়ে জানতে পারি, তিনি সেই মামলায় জামিনে আছেন।
‘তাছাড়া ডিএমপি কমিশনারের সঙ্গে বৈঠক করার জন্য যারা এসেছিলেন তাদের মধ্যে অন্য কোনো মামলার কোনো আসামি ছিল কিনা তাও যাছাই করা হয়। কাউকে আটক বা গ্রেপ্তার করা হয়নি।’
জামায়াতের আবেদনপত্র অনুযায়ী তাদের সমাবেশে পুলিশ কী ধরনের ব্যবস্থা নেবে- এমন প্রশ্নে তিনি বলেন, ‘আগে ৫ জুন আসুক, তারপর দেখা যাবে।’- খবর নিউজবাংলার