Sylhet Today 24 PRINT

আন্দোলনে আমরা সফলতা অর্জন করতে পারিনি: মির্জা ফখরুল

সিলেটটুডে ডেস্ক |  ০৮ জানুয়ারী, ২০১৬

জাতীয় স্বার্থে দ্বিধা-দ্বন্দ্ব ভুলে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘অনেকদিন ধরে আমরা বিরোধী দলে আছি। আন্দোলনে হয়তো সেভাবে সফলতা অর্জন করতে পারিনি। তবে প্রতিটি আন্দোলনেও উত্থান-পতন থাকে। আশার কথা, জনগণ জেগে উঠছে। তাই এখন সবচেয়ে বেশি প্রয়োজন জাতীয় ঐক্য।’

শুক্রবার সকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের হলরুমে আমারদেশ সম্পাদক মাহমুদুর রহমানের কারাবন্দিত্বের ১০০০ দিন উপলক্ষে প্রতিবাদী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন মির্জা ফখরুল।

তিনি বলেন, ‘আমরা যে শাসনের মধ্যে রয়েছি তা ফ্যাসিবাদী শাসন। শুধু গণতন্ত্রের মুখোশ পরিয়ে রাখা হয়েছে। দেশে একদলীয় শাসনের সব আয়োজন সম্পন্ন হয়েছে। কারো কথা বলার অধিকার নাই। ভিন্নমত পোষণ করলেই মামলা দেওয়া হয় এবং কারাগারে পাঠানো হয়।’

মির্জা ফখরুল ইসলাম বলেন, ‘সাংবাদিক সমাজ আজ বিভক্ত। এতে সবচেয়ে বেশি লাভবান হয়েছে সরকার। কারণ, সাংবাদিকরা বিভক্ত হওয়ায় আজ তারা সাংবাদিকদের স্বার্থেও কথা বলতে পারছেন না। এটি জাতির জন্য দুর্ভাগ্যজনক।’

তিনি সাংবাদিক শওকত মাহমুদ, সম্পাদক মাহমুদুর রহমানসহ সকল সাংবাদিক এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, এম কে আনোয়ারসহ সকল রাজবন্দির মুক্তি দাবি করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক ড. এমাজউদ্দীন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, কলামিস্ট ফরহাদ মজহার, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী, সাংবাদিক শফিক রেহমান, বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের ভারপ্রাপ্ত আহ্বায়ক সাংবাদিক রুহুল আমিন গাজী প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.