Sylhet Today 24 PRINT

সরকারের জন্য ১০ নম্বর মহাবিপদ সংকেত চলছে: রিজভী

সিলেটটুডে ডেস্ক  |  ৩০ জুন, ২০২৩

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সরকার এবার আর যেনতেন নির্বাচন করতে পারবেনা। চারদিক থেকে অন্ধকার ধেয়ে আসছে। সরকারের জন্য ১০ নম্বর মহাবিপদ সংকেত চলছে। শেখ হাসিনার হুংকার আর কাজে আসবে না। নির্দলীয় সরকারের অধীনেই আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে।

আজ শুক্রবার রাজধানীর নয়াপল্টনে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

বিএনপির মুখপাত্র বলেন, গ্রাম থেকে শহরে পর্যন্ত অবহেলিত, বঞ্চিত, নির্যাতিত, নিপীড়িত নানা শ্রেণিপেশার মানুষ জেগে উঠতে শুরু করেছে। স্বৈরশাসনের যাঁতাকলে পিষ্ট হয়ে জনগণ নিপীড়কদের প্রতিহত করতে শুরু করেছে। বাংলাদেশে চলমান দুঃশাসনে বিশ্ববিবেকও জাগ্রত হয়েছে। গোটা জাতিকে বন্দিশালায় আটকে রাখার দুঃশাসনের বিরুদ্ধে গণতন্ত্রকামী বিশ্ব ও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো সোচ্চার হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে রাজনৈতিক প্রতিহিংসার কারণে যে বন্দি করে রাখা হয়েছে, তা আজ বিশ্ববাসীর কাছে পরিষ্কার।

রিজভী আহমেদ বলেন, গণতান্ত্রিক সংকট আড়াল করে জনমনে বিভ্রান্তি তৈরির চেষ্টায় লিপ্ত রয়েছে তথাকথিত আওয়ামী বুদ্ধিজীবী, কলামিস্টসহ উচ্ছিষ্টজীবীরা। পাকিস্তানিরা বাংলাদেশের জনগণের ওপর যে ধরণের অত্যাচার, জুলুম, নিপীড়ন চালিয়েছি, তা আওয়ামী সরকার অব্যাহত রয়েছে।

এবারের কোরবানির ঈদে মানুষের ভোগান্তির শেষ নেই উল্লেখ করে বিএনপি এ নেতা বলেন, ঈদে ঘরে ফেরা মানুষের যানজটে প্রচণ্ড দুর্ভোগ পোহাতে হয়েছে।

রাজধানীসহ দেশের কয়েকটি স্থানে ডেঙ্গু রোগের প্রকোপ বৃদ্ধি পেয়েছে বলে অভিযোগ করেন রিজভী বলেন, প্রতিদিনই ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। এক্ষেত্রে সরকারের পক্ষ থেকে এখনও উল্লেখযোগ্য কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।

বিএনপি এ নেতা বলেন, ঈদের মধ্যেও আওয়ামী লীগের ‘সন্ত্রাসী’ কর্মকাণ্ড অব্যাহত রয়েছে। সশস্ত্র মহড়া থেকে শুরু করে বিএনপি নেতাকর্মীদের উপর আক্রমণ চালিয়েছে তারা। গোপালগঞ্জের মকসুদপুরে বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিমের ঈদ শুভেচ্ছার পোষ্টার, ব্যানার ও ফেস্টুন ছিঁড়ে ফেলেছে। খবর পেয়ে বিএনপি নেতাকর্মীরা সেখানে গেলে, তাদের উপর যুবলীগ, ছাত্রলীগ সশস্ত্র হামলা চালায়। এতে বেশ কয়েকজন বিএনপি নেতাকর্মী আহত হন। পাশাপাশি পুলিশ ছাত্রদলের সদস্যসচিব হাবিবুর রহমান রুয়িং ও মিনাল মাতুব্বরসহ কয়েকজনকে গ্রেপ্তার করে। বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নামের মিথ্যা মামলা করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.