Sylhet Today 24 PRINT

তত্ত্বাবধায়ক সরকার নিয়ে কোনো সংলাপ হবে না: সালমান এফ রহমান

সিলেটটুডে ডেস্ক  |  ০৫ জুলাই, ২০২৩

প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান বলেছেন, ‘নির্বাচন হবে সংবিধান মোতাবেক। বিএনপি যদি এ দাবি মেনে নিয়ে নির্বাচনে অংশ নেয়, তবে তাদের সঙ্গে সংলাপ হবে। তত্ত্বাবধায়ক সরকার উচ্চ আদালত বাতিল করেছেন। তাই এ নিয়ে বিএনপির সঙ্গে কোনো সংলাপ হবে না।’

বুধবার রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) ভবনে সালমান এফ রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন যুক্তরাজ্যের আন্তর্জাতিক বাণিজ্যবিষয়ক মন্ত্রী নাইজেল হাডলস্টন। অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

সালমান এফ রহমান বলেন, ‘বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক জোরদারে নাইজেল হাডলস্টন বাংলাদেশ সফর করছেন। বৈঠকে বাণিজ্য ও ব্যবসা নিয়েই ৯০ শতাংশ কথা হয়েছে। তবে রোহিঙ্গা ইস্যুতে কথা বলতে গিয়ে রাজনীতির বিষয়টি উঠে এসেছে। যুক্তরাজ্য একটা অবাধ ও নিরপেক্ষ নির্বাচন চায়। আমরা বলেছি, নির্বাচন কমিশনকে শক্তিশালী করেছে সরকার। সরকারও নিরপেক্ষ নির্বাচনে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের ইসি স্বাধীন। অনেক সিটি করপোরেশন নির্বাচন নিরপেক্ষ হচ্ছে, এটা তার প্রমাণ। সংবিধান মেনেই নির্বাচন হবে, এ দাবি বিএনপি মেনে নিয়ে সংলাপে আসলে আমরা তাতে রাজি।’

নির্বাচন প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘যুক্তরাজ্য ফ্রি ফেয়ার ইলেকশন (অবাধ ও নিরপেক্ষ নির্বাচন) চায়, ডায়ালগ চায়। আমরা গঠনমূলক সংলাপে প্রস্তুত। নির্বাচনে অংশগ্রহণ ছাড়া কোনো উপায় নেই, এটা বিরোধী দলের বোঝা দরকার।’

রুশ-ইউক্রেনের যুদ্ধের কারণে রোহিঙ্গা ইস্যু আড়াল হলেও তা একেবারে শেষ হয়ে যায়নি উল্লেখ করে প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, ‘যুক্তরাজ্য রোহিঙ্গাদের জন্য এক কোটি ১০ লাখ বা ১১ মিলিয়ন পাউন্ড দেবে।’

যুক্তরাজ্যের সঙ্গে বাণিজ্য সম্প্রসারণ হবে জানিয়ে সালমান এফ রহমান বলেন, ‘যুক্তরাজ্য থেকে এয়ারবাস কিনতে চাই আমরা। এটা নিয়ে কথা হয়েছে। জিএসপির পর ডিসিটিএস স্কিম বাংলাদেশ-যুক্তরাজ্য বাণিজ্যে নতুন সম্ভাবনা সৃষ্টি হবে।’

যুক্তরাজ্যের আন্তর্জাতিক বাণিজ্যবিষয়ক মন্ত্রী নাইজেল হাডলস্টন সাংবাদিকদের বলেন, কর্মসংস্থান সৃষ্টি ও উভয় দেশের অর্থনীতি বিকাশে বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক তৈরিতে বাংলাদেশের সঙ্গে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ যুক্তরাজ্য।

ব্রিটিশ বাণিজ্যমন্ত্রী আরও বলেন, ‘বাংলাদেশের সঙ্গে যুক্তরাজ্যের একটি দৃঢ় ও স্থায়ী সম্পর্ক রয়েছে। গত এক বছরে দেশটির সঙ্গে আমাদের বাণিজ্য উল্লেখযোগ্য হারে বেড়েছে।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.