Sylhet Today 24 PRINT

সড়ক দুর্ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন সুরঞ্জিত

সিলেটটুডে ডেস্ক |  ১০ জানুয়ারী, ২০১৬

দেশে সড়ক দুর্ঘটনা বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন ক্ষমতাশীল আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য সুরঞ্জিত সেন গুপ্ত।

রোববার (১০ জানুয়ারি) দুপুরে রাজধানীর শিল্পকলা একাডেমি মিলনায়তনে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উদ্বেগ প্রকাশ করেন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, প্রতিবছর সড়ক দুর্ঘটনায় ৬ হাজারের মতো লোক মারা যাচ্ছে। এটা খুবই অপ্রত্যাশিত। বিষয়টি এখন উদ্বেগের সীমা ছাড়িয়েছে। আমরা এর অবসান চাই।

সুরঞ্জিত আরো বলেন, সড়ক দুর্ঘটনা বেড়ে যাওয়ার কারণ, আইনে ব্যবহার বা প্রয়োগ করতে না পারা। আমারা আইনের প্রয়োগ করতে পাচ্ছি না। গতকালও (শনিবার) টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেতুর পাশে সড়ক দুর্ঘটনায় বেশ কয়েকজন মারা গেছেন। এতে এক মন্ত্রীর ছেলেও মারা গেছে। এ নিয়ে দেশবাসী আতঙ্কিত।

সড়ক দুর্ঘটনা খুবই বেদনাদায়ক বলেও মন্তব্য করেন তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.