Sylhet Today 24 PRINT

বিএনপি নেতা ড. আর এ গনি আর নেই

সিলেটটুডে ডেস্ক |  ১৫ জানুয়ারী, ২০১৬

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী  ড. আর এ গনি আর নেই।

বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা ১৫ মিনিটে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৯ বছর। তিনি এক ছেলে, তিন মেয়ে ও আত্মীয়-স্বজন, বন্ধুবান্ধবসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

বিএনপি'র এই প্রবীণ নেতা কয়েকদিন আগে হৃদরোগে আক্রান্ত হলে তাকে বারডেম হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি ঘটলে তাকে নেয়া হয় স্কয়ার হাসপাতালে। এরপর উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ড নেয়ার কথা ছিল আর এ গনিকে। কিন্তু শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে বিদেশে নেয়া সম্ভব হয়নি। পরে তাকে ওই হাসপাতালের আইসিইউতে স্থানান্তর করা হয়। অবস্থার অবনতি হলে ১৩ জানুয়ারি বুধবার রাত ১০টায় তাকে লাইফ সাপোর্টে নেয়া হয়।

তার মৃত্যুতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শোক প্রকাশ করেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.