Sylhet Today 24 PRINT

নির্বাচনে যাওয়ার ঘোষণা খেলাফত আন্দোলনের, প্রতীক ‘বটগাছ’

সিলেটটুডে ডেস্ক |  ২৫ নভেম্বর, ২০২৩

ছবি : সংগৃহীত

তফসিল পেছানো, আলেম-ওলামাদের মুক্তি, মামলা প্রত্যাহার, কাদিয়ানি সম্প্রদায়কে অমুসলিম ঘোষণার দাবি জানিয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছে বাংলাদেশ খেলাফত আন্দোলন।

শনিবার রাজধানীর কামরাঙ্গীরচর জামিয়া নূরিয়ায় এক প্রতিনিধি সম্মেলনে দলটির আমির আল্লামা আতাউল্লাহ হাফেজ্জী এই ঘোষণা দেন।

খেলাফত আন্দোলনের দলীয় প্রতীক ‘বটগাছ’। এই প্রতীক নিয়ে দলটি নির্বাচনে অংশ নেবে বলে জানান তিনি।

এর আগে বাংলাদেশ খেলাফত আন্দোলনের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম মজলিশে শুরার অধিবেশন অনুষ্ঠিত হয়। মজলিশে শুরার অধিকাংশ সদস্যদের মতামতের ভিত্তিতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.