Sylhet Today 24 PRINT

‘জাতীয় পার্টিকে বিরোধী দল হিসেবে কাজ করার সুযোগ দিন’

সিলেটটুডে ডেস্ক |  ২৬ জানুয়ারী, ২০১৬

জাতীয় পার্টি সরকারে থাকলে প্রকৃত বিরোধী দল হতে পারবে না বলে মন্তব্য করে দলটির কো-চেয়ারম্যান জি এম কাদের সরকারকে উদ্দেশ করে বলেছেন, জাতীয় পার্টিকে যখন বিরোধী দলে স্থান দিয়েছেন তখন তাদের বিরোধী দল হিসেবে কাজ করার সুযোগ দিন।

মঙ্গলবার (২৬ জানুয়ারি) সকালে বনানী জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে এক সংবর্ধনা অনুষ্ঠানে দলের কো-চেয়ারম্যান জি এম কাদের এ কথা বলেন।

জি এম কাদের কো-চেয়ারম্যান ও রুহুল আমিন হাওলাদার নতুন মহাসচিব হওয়ায় জাতীয় সাংস্কৃতিক পার্টি এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে।

জি এম কাদের বলেন, এখন তো জরুরি অবস্থা চলছে না সে সব দলকে নিয়ে মন্ত্রিপরিষদ গঠন করতে হবে।

সরকারের উদ্দেশে তিনি বলেন, তাঁর দল সংসদকে কার্যকর করতে চায়, বিরোধী দল হিসেবে কাজ করতে চায়।

তিনি বলেন, তাদের কাজ হবে বিরোধী দল হিসেবে বিশ্বাসযোগ্যতা অর্জন করা। জাতীয় পার্টি সরকারে থাকায় সাধারণ মানুষের কাছে সেই বিশ্বাস অর্জন করতে পারেনি।

জি এম কাদের অভিযোগ করেন, জাতীয় পার্টিকে জনসমর্থনহীন দলে পরিণত করার প্রক্রিয়া শুরু হয়েছিল। যার প্রমাণ সদস্য সমাপ্ত পৌরসভা নির্বাচন। এই নির্বাচনে মানুষ লাঙল প্রতীকে ভোট দেয়নি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.