Sylhet Today 24 PRINT

মিরাবাজারে ‘শিবির কর্মীকে’ পেটালো ‘ছাত্রলীগ’

নিজস্ব প্রতিবেদক |  ১৪ ফেব্রুয়ারী, ২০১৫

ফাইল ছবি

সিলেট নগরীর মিরাবাজারে ‘শিবির কর্মী’ বলে শাহীন নামক এক যুবককে পিটিয়েছে ‘ছাত্রলীগ’ পরিচয়ধারী কতিপয় যুবক। শনিবার বেলা আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ডিবি পুলিশ তিন যুবককে আটক করেছে।

ডিবির সহকারি পুলিশ কমিশনার মোস্তাফিজুর রহমান সিলেটভিউ২৪ডটকমকে জানান- মিরাবাজার রামকৃষ্ণ মিশনের পুকুর পাড়ে একটি টং দোকানের সামনে থেকে শাহীন নামের যুবককে শিবির বলে ১০-১২ জন যুবক পিটিয়েছে। পুলিশ পিটানোর কারণ জিজ্ঞেস করলে যুবকরা নিজেদেরকে ছাত্রলীগের কর্মী বলে দাবি করে এবং শাহীনকে শিবির কর্মী বলে পরিচয় দেয়।’

‘তবে শাহীনকে নিজেকে রাজমিস্ত্রি বলে দাবি করে এবং সে কোনো রাজনীতির সাথে জড়িত নয় বলে জানায়। এসময় ওই যুবকরা দ্রুত মোটরসাইকেল করে শিবগঞ্জের দিকে চলে যেতে থাকে। ওয়ারলেস বার্তায় দাদা পীরের মাজারের সামনে থাকা পুলিশকে ওই যুবকদেরকে আটক করতে বলা হয়। পুলিশ এসময় ৩ জনকে আটক করে। বাকিরা রায়নগরের গলি দিয়ে দ্রুত চলে যায়।’

মোস্তাফিজুর রহমান জানান- আটককৃত ৩ জনকে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ চলছে।

 

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.