Sylhet Today 24 PRINT

সোহরাওয়ার্দীতে বিএনপির কাউন্সিল!

সিলেটটুডে ডেস্ক |  ০৫ ফেব্রুয়ারী, ২০১৬

১৯মার্চ দলের কাউন্সিল করতে সোহরাওয়ার্দী উদ্যান ব্যবহার করতে বিএনপিকে অনুমতি দিয়েছে গণপূর্ত বিভাগ।

শুক্রবার (৫ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলটির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী একথা জানান।

তবে এখনো ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পক্ষ থেকে অনুমতি পাওয়া যায়নি বলে জানিয়েছেন তিনি।

রিজভী জানান, ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অনুমতি দেয়া সাপেক্ষে সোহরাওয়ার্দী উদ্যানে কাউন্সিল করার অনুমতি দিয়েছে গণপূর্ত বিভাগ।

সংবাদ সম্মেলনে জানানো হয়, আসন্ন কাউন্সিল উপলক্ষে সারা দেশে বিভিন্ন শাখা থেকে দুইজন কাউন্সিলরের নাম চেয়েছে বিএনপি। একই সঙ্গে শাখাগুলো থেকে আন্দোলন সংগ্রামে নিহতদের নামের তালিকাও চাওয়া হয়েছে।

দলের ৬ষ্ঠ জাতীয় কাউন্সিল অনুষ্ঠানের জন্য বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র, সোহরাওয়ার্দী উদ্যান, ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউশন ব্যবহারের জন্য ইতিমধ্যে ডিএমপি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অনুমতি চেয়েছে বিএনপি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.