Sylhet Today 24 PRINT

ইউনূস সরকারের পদত্যাগের দাবি জানিয়েছে গণতান্ত্রিক বাম ঐক্য

সিলেটটুডে ডেস্ক |  ০৮ সেপ্টেম্বর, ২০২৫

দেশ পরিচালনায় সবক্ষেত্রে ব্যর্থ দাবি করে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকারের পদত্যাগ দাবি করেছে গণতান্ত্রিক বাম ঐক্য।

রোববার (৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় রাজধানীতে জোটের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি করেন দলের নেতারা।

সম্মেলনে নেতারা বলেন, শপথ গ্রহণের পর থেকেই অন্তর্বর্তী সরকারের সরকারি নীতি জন আকাঙ্ক্ষার বিপরীতে পরিচালিত হয়েছে, যা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য হুমকি সৃষ্টি করেছে। সরকারের তৎপরতার মধ্যে সেন্টমার্টিন ও পার্বত্য চট্টগ্রাম মানবিক করিডর, মহেশখালী থেকে মাতারবাড়ি পর্যন্ত বিভিন্ন প্রকল্প বিদেশি ইজারাদারদের হাতে দেওয়ার ঘটনা উল্লেখযোগ্য।

তারা অভিযোগ করেন, যুগপৎ আন্দোলনে রাজপথে গড়ে ওঠা জাতীয় ঐক্য বিনাশ এবং নির্বাচনের পরিবেশ নষ্ট করার জন্য আইনশৃঙ্খলা বাহিনী ও গুপ্তঘাতকদের ব্যবহার করা হচ্ছে।

৫ সেপ্টেম্বরের ঘটনা উল্লেখ করে তারা সরকার কে চালাচ্ছে তার প্রশ্ন রাখেন।

সম্মেলন শেষে গণতান্ত্রিক বাম ঐক্য সব অসাম্প্রদায়িক, প্রগতিশীল ও গণতান্ত্রিক রাজনৈতিক দলকে রাজপথে একত্র হওয়ার আহ্বান জানিয়েছেন।

আগামী ১৩ সেপ্টেম্বর জাতীয় প্রেসক্লাবের সামনে একটি অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হবে বলে জানান তারা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.